ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

ব‍্যারিস্টার ফারা’র নেতৃত্বে ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান।‌ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।

জাসদের সকল অংশকে একত্রিত করার উদ্দেশ‍্যে সক্রিয় ও প্রাক্তন নেতা-কর্মীদের সমন্বয়ে এ আয়োজন করা হয়। সভায় ডা. মাহফুজুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে জাসদের সকল গ্রুপকে এক মঞ্চে আসার উদ্যোগ গ্রহণ করেছি। জাসদের সকল অংশের উল্লেখযোগ‍্য নেতা কর্মীরা আমাদের ঐক‍্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

নবগঠিত জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চের সদস‍্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন‍্য দরকার আদর্শিক রাজনৈতির শক্তি। সে লক্ষ‍্যে জাসদ কে ঐক‍্যবদ্ধ করার কোন বিকল্প নেই। 

তিনি জাসদের সকল অংশের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে জাসদকে পুনরায় ঐক‍্যবদ্ধ হয়ে তাদের হারানো ঐতিহ‍্য গৌরব ও সম্মান ফিরিয়ে এসে দেশ ও জনগনের স্বার্থে কাজ করার জন‍্য অনুরোধ করেন।

আরো বক্তব্য রাখেন- এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো মনিরুজ্জামান, ওয়াজেদ আলি সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর, প্রমুখ। ৪৮ সদস‍্য বিশিষ্ট নবগঠিত জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চের পূর্ণ কমিটির নাম নিচে দেওয়া হলো-

আহবায়ক: ডা. মাহফুজুর রহমান, সদস‍্য সচিব: ব‍্যারিস্টার ফারাহ খান, সদস‍্য: ১. এম এ আওয়াল, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব), ২. আব্দুস সালাম, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব), ৩. ওয়াজেদ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় কমিটি নেতা জেএসডি (জাসদ রব), ৪. আবদুল মালেক সরকার, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু), ৫. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু), ৬. আহমেদ ফজলুল রহমান মুরাদ, মেম্বার কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ৭. মশিউর রহমান খান, প্রাক্তন জাসদ নেতা, ৮. আমিরুল ইসলাম রাঙা, পাবনা জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ৯. গোলাম মোস্তফা ঠান্ডু, বগুড়া জেলা সাধারন সম্পাদক বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১০. সাব্বির আহমেদ, রংপুর জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১১. আবুল কালাম আজাদ বাদল চেয়ারম‍্যান, বরিশাল নেতা, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১২. তুহিন চৌধুরী, বগুড়া জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১৩. জগদিশ প্রামাণিক, টাঙ্গাইল জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১৪. মকলেসুর রহমান লবু, শেরপুর সভাপতি, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১৫. এস এম বাবুল, সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া), ১৬. সফি উদ্দিন চেয়ারম‍্যান, রাজশাহী জেলা সেক্রেটারী, (জাসদ ইনু), ১৭. ডি এম আলম, মেম্বার কেন্দ্রীয় কমিটি এবং নাটোর জেলা সাধারন সম্পাদক (জাসদ ইনু), ১৮. খাদেমুল ইসলাম খুদি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু), ১৯. হাসান আলি বাবু, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, (জাসদ ইনু), ২০. শফিউর রহমান, রংপুর নেতা (জাসদ ইনু), ২১. আবুল হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু), ২২. আকরাম হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু), ২৩. মোহাম্মদ সিরাজ শিকদার, সদস‍্য, কেন্দ্রীয় কমিটি জেএসডি (জাসদ রব), ২৪. ইয়াকুব আলি, সভাপতি চট্টগ্রাম জেলা, জেএসডি (জাসদ রব), ২৫. ফকির শওকত, সহ সভাপতি যশোর জেলা, জেএসডি (জাসদ রব), ২৬. আমির হোসেন বিএসসি, প্রাক্তন সভাপতি নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব), ২৭. জাহাঙ্গীর আলম, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব), ২৮. এনায়েত উল্লাহ, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব), ২৯. এড. জয়দেব বিশ্বাস, নেতা কুষ্টিয়া জেলা, জেএসডি (জাসদ রব), ৩০. রেজাউল ইসলাম, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব), ৩১. মনসুর আহমেদ, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব), ৩২. সাদেকুর রহমান, সভাপতি রংপুর মহানগর, জেএসডি (জাসদ রব), ৩৩. ইসমাইল হোসেন, ঢাকা জেলা নেতা, জেএসডি (জাসদ রব), ৩৪. খোরশেদ আলম, নেতা ঢাকা জেলা, জেএসডি (জাসদ রব), ৩৫. এড. তাজউদ্দিন সবুজ, সাধারন সম্পাদক জামালপুর জেলা, জেএসডি (জাসদ রব), ৩৬. মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, সাধারন সম্পাদক মাগুরা জেলা, জেএসডি (জাসদ রব), ৩৭. ফখরুল আলম খান বাবুল (সিরাজুল আলম খান দাদার ভাই), ৩৮. ফেরদৌস আলম খান পেয়ারু (সিরাজুল আলম খান দাদার ভাই), ৩৯. প্রফেসর মো: আখতারুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা, ৪০. মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা, ৪১. মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রাক্তন জাসদ নেতা, ৪২. সাব্বির পল্লব, প্রাক্তন জাসদ নেতা, ৪৩. জাহাঙ্গীর আলম, সমর্থক, ৪৪. আব্দুল মজিদ অন্তর, সমর্থক, ৪৫. নিলোভ পারভেজ, সমর্থক, ৪৬. সাইফুল বিন হানিফ, সমর্থক প্রমুখ।