ঢাকা, বৃহস্পতিবার ১১, ডিসেম্বর ২০২৫ ২১:৫৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’ বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা

মনের মত প্রসাধনীর খোঁজে ব্যস্ত নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২৩ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

ঈদের দিনে পছন্দের পোশাকের সঙ্গে বিভিন্ন প্রসাধনী মিলিয়ে ব্যবহার না করলে যেন ঈদের সৌন্দর্য অপূর্ণই থেকে যায়। তাই ঈদে নেওয়া পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিক, লিপলাইনার, লিপগ্লোস, আইলাইনার, আইশ্যাডো, ভিন্ন ধরনের ফাউন্ডেশন, নেইলপলিশ, ব্লাসারসহ বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছে ক্রেতারা।

 

বিদেশি ব্র্যান্ডের প্রসাধনীর চাহিদাই বেশি। এসব প্রসাধনী কিনতে সাধারণত বড় বড় শপিং মল বা শোরুমেই ছুটছে ক্রেতারা। দাম বেশি হলেও তাদের ভালোমানের জিনিস চাই। তবে বড় বড় শপিং মলে যাওয়া যাদের সামর্থ্যরে বাইরে তারাও ঈদের মতো বিশেষ দিন উদ্যাপনে প্রসাধনীর খোঁজে ছুটছে ফুটপাত বা ছোট্ট পরিসরের দোকানে। তারাই বা বাদ যাবেন কেন!

 

রাজধানীর বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, মেট্রোশপিং মল, অর্কিড প্লাজা, ইস্টার্ন মল্লিকা, নিউ মার্কেট, গাউছিয়া, ফার্মগেট ও মিরপুর এলাকা ঘুরে দেখা যায় নারী ক্রেতারাই প্রসাধনী কিনছে বেশি। তবে পুরুষ ক্রেতারাও প্রিয়জনের জন্য কিনছেন এসব প্রসাধনী।

 

লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিক খুব চলছে। রেভলন, ম্যাক, ক্রিশ্চিয়ান ডিওর, ল্যানকম, ক্লিনিক, বুটস নম্বর সেভেন, লরিয়াল, জ্যাকলিন, মেবেলিন, ডিওরসহ বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা। নুড, পিচ, গোলাপি রংগুলো পছন্দের মধ্যে প্রথম। তা ছাড়া লরিয়ালের ফাউন্ডেশন, গোল্ডেন রোজের ফেইস পাউডার, জ্যাকলিন ও ল্যাকমের বেইজ, হুদা বিউটির লিপস্টিকের চল দেখা গেল ।

 

এ ছাড়া বাজারের এসেছে থাইল্যান্ডের পেনসিল আইশ্যাডো। এবার হালকা রঙের আইশ্যাডো বক্সের চাহিদা বেশি। নিউমার্কেটে জরোয়া হাউসের বিক্রয়কর্মী জাহিদ হাসান বলেন, লিকুইড ম্যাট লিপস্টিকগুলোর চাহিদা সবচেয়ে বেশি। কাজলের মধ্যে লরিয়েল, ল্যাকমে, আইকোনিকের রঙিন নীল, সবুজ, আকাশি, বাদামি, ছাইরঙা ইত্যাদি রংগুলো বেশি কিনছেন। নেইল পলিশের মধ্যে গোলাপি, মিষ্টি রঙের ম্যাট ফিনিশিং চলছে। লিপস্টিক ১৮০ টাকা থেকে ৭০০০, মাসকারা ৪০০ থেকে ৪০০০, কাজল ১০০ টাকা থেকে ২ হাজার ৯০০ টাকা, বেজ মেকআপ পণ্য ৪৫০ টাকা থেকে ৫ হাজার ৮০০ টাকা, ফেস পাউডার ৪৫০ টাকা থেকে ৮০০০ টাকা, আইশ্যাডো ৩৫০ টাকা থেকে ৯০০০ টাকা, নেইলপলিশ ১৫০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

উচ্চবিত্ত ক্রেতারা এক দামের দোকান থেকে দরদামের ঝামেলা এড়িয়ে ব্র্যান্ডের প্রসাধনী কিনছে। অনেক শোরুমে গিয়ে দেখা যায়, মা-মেয়ে একসঙ্গে কিনছে পছন্দের প্রসাধনী। অনেকে আবার এসেছে বোন বা বান্ধবীর সঙ্গে।

 

ধানম-ির আলমাস সুপার শপে বাজার করতে আসা কর্মকর্তা মাহবুবা আক্তারী বলেন, কম দামে কখনই কসমেটিকস (প্রসাধনী) কেনা ঠিক নয়। দাম বেশি দিয়ে হলেও ভালোমানের লিপস্টিক, মেকআপ বক্সসহ বিভিন্ন প্রসাধনী কিনা উচিত। ঈদের দুটি শাড়ি, সালোয়ার-কামিজ এবং একটি লেহেঙ্গা নিয়েছি। প্রতিটি ড্রেসের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ধরনের কসমেটিকস কিনেছি। ঈদের সাজসজ্জায় কোন কিছু কম রাখতে চাই না।

 

বান্ধবী ঊর্মিলাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে ঈদ বাজার করতে আসা এ লেভেলের ছাত্রী ঈষিকা বলেন, মেকআপ ছাড়া ঈদের পোশাক পরার কথা চিন্তা করাটাই অসম্ভব। তাই কিনতে এসেছি।

 

রাজধানীর বসুন্ধরা সিটিতে আসা ইষ্টওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নওরিন বলেন, ঈদের পোশাকের সঙ্গে না সাজলে বাইরে বেড়াতে যাব কিভাবে বলেন ? তাই বাসায় থেকে কিছু টাকা নিয়েছি। যেটা লাগবে সেই প্রসাধনী কেনার চেষ্টা করছি।

 

রাপা প্লাজায় আসা আয়েশা শবনম বলেন, মেয়ের বয়স আট বছর। সে মেকআপ বক্স না হলে ঈদ করবে না বলে কান্নাকাটি করছে। কিন্তু ভালোমানের একটি মেকআপ বক্সের দাম এক হাজার থেকে দুই হাজার টাকা। তাই এক হাজার টাকায় কোনো রকমে চলে এমন একটি কিনে দিয়েছি।

 

অন্যদিকে নিন্মবিত্তরা ভিড় করছে ফুটপাতের দোকানে। দরদাম করে তারা কেনার চেষ্টা করছে নেইলপলিশ, আইশ্যাডো, লিপস্টিক বা পাউডার। এসব পণ্য বিক্রি হচ্ছে ৬০ থেকে ২৫০ টাকায়। বাড্ডার মার্কেটে আসা গার্মেন্টকর্মী সখিনা বলেন, কাজল, পাউডার আর লিপস্টিক কিনেছি। অন্য সময়ের চেয়ে প্রতিটি জিনিসের দাম ২০-৩০ টাকা বেশি। ঈদ বলে বাড়তি দাম চায়,বাধ্য হয়ে কিনছি ,আর তো কিছু করার নাই।