মেয়েকে নিয়ে পাগলা মসজিদে ছুটে এলেন শেফালী
কিশোরগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মেয়ে জান্নাত (৪) এর সুস্থতা ও স্বাভাবিকভাবে হাঁটতে পারার আশায় মহান আল্লাহর কাছে মানত করেছিলেন গাজীপুরের বাসিন্দা মা শেফালী আক্তার। সেই মানত পূরণ হওয়ায় শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এসে দান করেছেন তিনি।
শেফালী আক্তারের মেয়ে জান্নাত দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিল এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। সন্তানের এই কষ্টে দিশেহারা হয়ে তিনি আল্লাহর কাছে মানত করেন—মেয়ে হাঁটতে পারলে পাগলা মসজিদে এসে দান করবেন। আল্লাহর রহমতে সম্প্রতি তার মেয়ে সুস্থ হয়ে হাঁটতে শুরু করলে মানত আদায়ের উদ্দেশ্যে পরিবারসহ গাজীপুর থেকে কিশোরগঞ্জে ছুটে আসেন তিনি।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেফালী আক্তার নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী পাগলা মসজিদ কর্তৃপক্ষের কাছে দান হিসেবে জমা দেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও দর্শনার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দান শেষে শেফালী আক্তার বলেন, একজন মা হিসেবে সন্তানের কষ্ট সহ্য করা খুব কঠিন। আল্লাহর কাছে বিশ্বাস রেখে মানত করেছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তাই কষ্ট হলেও এই দূর পথ পাড়ি দিয়ে মানত আদায় করতে এসেছি। আবারও মেয়ের সম্পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
চার বছরের ছোট্ট শিশু জান্নাতকে কোলে নিয়ে নানি হোসনে আরা বলেন, আমার নাতি হাঁটতে পারলে মানত ছিল, সে এখন হাঁটতে পারে সেই মানত পূরণ করার উদ্দেশ্যে এখানে আসছি টাকা ও কোরআন শরিফ দিয়েছি।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা মানত ও দান নিয়ে এই মসজিদে আসেন। বিশেষ করে সন্তান সুস্থতা, পারিবারিক সমস্যা ও জীবনের সংকট কাটাতে অনেকেই এখানে মানত করেন। প্রতি তিন থেকে চার মাস পরপর দানবাক্স খোলা হলে কোটি কোটি টাকার দান পাওয়া যায়, যা দেশের অন্যান্য মসজিদের তুলনায় ব্যতিক্রম।
মসজিদ কর্তৃপক্ষ আরও জানায়, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এতিমখানা পরিচালনা, মাদরাসা, সামাজিক কল্যাণমূলক কাজ এবং মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মতে, পাগলা মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়—এটি মানুষের বিশ্বাস, আশা ও আস্থার প্রতীক। শেফালী আক্তারের মতো অসংখ্য মানুষের ত্যাগ ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘটনা এই মসজিদের প্রতি মানুষের গভীর বিশ্বাসেরই প্রতিফলন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এবার তিন মাস ২৭ দিন পর দানবক্স খোলা হয়েছে এবং রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। মানুষের মনের বিশ্বাস থেকে এখানে দান করে থাকেন। প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদারকি করা হয়।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম আলোচিত দানপ্রাপ্ত মসজিদ হিসেবে পরিচিত। দানবাক্স খোলার প্রতিটি ঘটনাই গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মসজিদ কমপ্লেক্স সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এই নতুন কমপ্লেক্সে একসঙ্গে ৩০ হাজার ০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং থাকবে ২০০টি গাড়ির পার্কিং সুবিধা।
- ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
- প্রথম বলে উইকেটের পর মিতব্যয়ী সাকিব
- মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ
- মেয়েকে নিয়ে পাগলা মসজিদে ছুটে এলেন শেফালী
- পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান সৈনিকের রেকর্ড ছুঁলেন রোনালদো
- পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
- ‘বাংলা একাডেমিকে অধিকতর জনবান্ধব হতে হবে’
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখলে ক্ষতি হবে না
- আজ শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা
- যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি
- শীতে রান্নাঘরে তেলাপোকা তাড়ানোর উপায়
- খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ
- প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
- ‘হাদি হত্যাকাণ্ডের নির্ভুল চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর’
- শীতে আদা-লেবুর চা খেলে কী হয়?
- অ্যাপ সমস্যায় কী করবেন
- ‘শুধু লোক বদলে দিলে দেশ বদলাবে না’
- ৪ বিদেশি খেলানোর অপেক্ষায় চট্টগ্রামের অধিনায়ক
- ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
- পলিথিন ঘেরা ঘরে দিন কাটছে মা-ছেলের
- এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা
- এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান
- ভোটার তালিকায় নাম উঠল জাইমা রহমানের, সঙ্গে ছিলেন জোবাইদা
- ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট
- মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ
- তারেক রহমানের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন
- নদীর তীরে কাদার মধ্যে মিলল ২৩ কেজির কোরাল
- মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- ফরিদপুরে কনসার্টে বিশৃঙ্খলা, যা বললেন জেমস











