ঢাকা, বৃহস্পতিবার ১১, ডিসেম্বর ২০২৫ ২১:৫৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’ বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা

মেয়েদের ভিড় এখন সাজঘরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৫ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

ফ্যাশনিস্তা মেয়েরা বছরজুড়েই ভিড় জমায় পার্লারগুলোতে। ঈদ সামনে রেখে কী অবস্থা, তাতো বলার অপেক্ষাই রাখে না। আর এখন তো রাজধানীর কোন পার্লারেই তিল ধারণের ঠাঁই নেই।

 

রাজধানীর পার্লারগুলোর মধ্যে ধানমন্ডি, বনানী, উত্তরা, গুলশানসহ বিভিন্ন শাখায় রূপসচেতন তরুণীদের উপচে পড়া ভিড় দেখা গেল। ঈদের দিন নিজেকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, তারই প্রতিযোগিতা যেন শুরু হয়েছে। পার্লারের ভিতর যারা যেতে পারছেন তারা খুশি,আবার বাইরে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন।

 

রাজধানীর পারসোনা পার্লারে খোজ নিয়ে জানা যায়, মেকআপের পাশাপাশি অ্যালোভেরা, ফ্রুট ফেসিয়াল, অরেঞ্জ, ভেজ-পিল, হোয়াইটেনিং ফেসিয়াল তরুণীদের বেশি পছন্দ। চলছে লেজার, লেয়ার, মাল্টিপল লেয়ার, বেংকস হেয়ার কাটও। ঈদের তালিকায় বিশেষ ভাবে থাকছে ইমো, ভলিউম লেয়ার কাট, স্পেশাল ফেসিয়াল উইথ নেকস।

 

ওমেন্স ওয়ার্ল্ড, ফেসিয়ালসহ বিভিন্ন স্কিন থেরাপির প্যাকেজে বাড়তি নজর দিচ্ছে। নারীদের জন্য ডিপ কোলাজেন ফেসিয়াল ও তরুণীদের জন্য হারবাল সেবার ব্যবস্থা আছে। চুলের কাটে বাড়তি আকর্ষণ ভলিউম ও লেয়ার কাট।

 

ফারজানা শাকিল`স মেকওভার সেলুনে, মানানসই হেয়ার কাট ও হেয়ার কালার দিয়ে চুল সাজিয়ে দিচ্ছে এই পার্লারটি। দিচ্ছে রূপচর্চাবিষয়ক যেকোনো পরামর্শ। পাশাপাশি রয়েছে মেকআপের আলাদা আলাদা বিশেষ প্যাকেজ।

 

গুলশানের রেড বিউটি পার্লার দিচ্ছে অ্যারোমা ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর। ধানমন্ডির হেরোবিক্স ব্রাইডালে আইভ্রু থ্রেডিং, ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর করানো যাবে বিশেষ ছাড়ে। ওমেন`স গ্ল্যাামার ওয়ার্ল্ডও দিচ্ছে বিশেষ ছাড়। এখানে ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট স্পাসহ সব ধরনের সেবাই নেওয়া যাবে।

 

গুলশানে ফারজানা শাকিল`স মেকওভার সেলুন থেকে বের হওয়া তুষিণার সাথে কথা হল। বললেন, মেকআপ দুইদিন ধরে করব। আজকে ছিল প্রথম ধাপ। বিভিন্ন সেলুনে বিভিন্ন ধরনের দাম নেয় এসব মেকআপ করতে। তাই নির্দিষ্ট করে বলা কষ্ট কোন প্যাকেজে কত। তবে জেনে বুঝেই নারীরা এখন পার্লারে যাচ্ছেন। যেহেতু গরম সেহেতু হালকার মধ্যেই সাজুগুজু সেরে ফেলতে চাইছেন তারা ।