ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

যে বিষয়গুলোর জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজেকে অগ্রাধিকার দেওয়ার জন্য বা নিজের মনের কথা শোনার জন্য কখনও নিজেকে অপরাধী মনে হয়েছে? আপনি একা নন। মানুষেরা হয়তো আপনাকে এমনটা বলবে যে, সবকিছুর জন্য ক্ষমা চাওয়াটাই বিনয়। কিন্তু সত্যিটা হলো, নিজের কাছে সৎ থাকা। যে অপরাধ আপনি করেননি, তার জন্য ক্ষমা চাওয়াটা আসলে নিজের ব্যক্তিত্বহীনতার প্রতিচ্ছবি। জেনে নিন, কোন কাজগুলোর জন্য আপনাকে কখনো ক্ষমা চাওয়া উচিত নয়-

ব্যক্তিগত বিষয়ে অধিকার না দিলে

আপনি কি প্রায়শই ‘দুঃখিত’ বলেন, এমনকী যখন আপনি ভুল করেননি বা আপনার মতামত প্রকাশ করার আগেও। দুর্ভাগ্যবশত, অনেকেই এটি করেন। কিন্তু বাস্তবে তা করা উচিত নয়। আপনি যদি অন্যদের সঙ্গে নিজের একটি বাউন্ডারি সেট করে দেন, এবং যে কারও সেখানে প্রবেশাধিকার না থাকে, তাহলে সেজন্য কারও কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। বরং এটিই স্বাভাবিক। আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশের অধিকার সবার থাকা উচিত নয়।

অতীতের ভুল

আমরা মানুষ এবং আমরা সবাই ভুল করি। কিন্তু এর জন্য চিরকাল ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। ক্রমাগত ‘দুঃখিত’ বলতে থাকলে তা আপনাকে অতীতের সঙ্গেই জড়িয়ে রাখবে। এর পরিবর্তে ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে বিকশিত করুন। ভুল থেকে শিখুন, এগিয়ে যান এবং নিজেকে সমৃদ্ধ করুন। অতীতের ভুলের জন্য ক্রমাগত ক্ষমা চাইতে থাকলে তা আপনার নিরাপত্তাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাবকে প্রকাশ করবে।

নিজেকে সময় দিলে

আপনি ব্যস্ত থাকতেই পারেন। নিজেকে সময় দেওয়াটাও দোষের কিছু নয়। সেজন্য আপনাকে কারও কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। নিজের জন্য সময় নেওয়া এবং নিজেকে রিচার্জ করা স্বার্থপরতা নয়, এটি সুখ এবং মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। তাই এজন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে আপনার বাক্যটি এইভাবে পুনর্বিন্যাস করুন- ‘আমার বিরতি নেওয়া দরকার, আমি শীঘ্রই তোমার সাথে দেখা করব!’।

অনুভূতি এবং আবেগ প্রকাশ করলে

আমরা মানুষ এবং আমাদের বিভিন্ন আবেগ অনুভব করতেই হবে- রাগ, দুঃখ, হতাশা ইত্যাদি। কিন্তু আপনার কান্না বা হতাশার জন্য ক্ষমা চাওয়া মানেই হলো আপনার অনুভূতির কোনো গুরুত্ব নেই। কিন্তু চাহিদা এবং অনুভূতিকে অগ্রাধিকার দেওয়া মানে হলো আপনি নিজেকে মূল্য দেন এবং ভালোবাসেন। তাই মন খুলে নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করুন।

নিজের সিদ্ধান্ত এবং পছন্দ

আপনি কি চাকরি ছেড়ে দিয়েছেন? আপনি কি একা ভ্রমণ করেন? নিজের নিয়ম অনুসারে আপনার জীবনযাপন করুন। জীবনের কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমা চাওয়া মানে হলো আপনি অন্যদের স্ক্রিপ্টের কাছে মাথা নত করছেন। কোন অনুশোচনা ছাড়াই আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করু। অন্যদের কাছে নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চাওয়া, অতিরিক্ত ব্যাখ্যা করার দরকার নেই।