ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৭:৩৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে স্কুল কলেজ খোলা সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা ভুটানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটা শেরিং।মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ সকাল পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ডা. লোটা শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত ও জনগণের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জানা গেছে, ১০ মিনিট দীর্ঘ কথোপকথনে বাংলাদেশ ও ভুটানের শান্তি, উন্নয়ন ও অগ্রগাতির যাত্রা অব্যাহত থাকুক, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ডা. লোটে শেরিং ১৯৯১ সালে বাংলাদেশে এসে বিদেশি কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ২৮তম ব্যাচের এমবিবিএস কোর্সে ভর্তি হন। ১৯৯৯ সালে এমবিবিএস পাস করে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এফসিপিএস কোর্স সমাপ্ত করেন।

-জেডসি