ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:১৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল অনুষ্কা-কোহলি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আইপিএলেও একেবারেই ভাল ফর্মে নেই। গতকাল শনিবার দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে করেছেন মাত্র ১২ রান। ব্যাট হাতে সম্ভব না হলেও যেভাবেই সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করে চলেছেন বিরাট কোহলি। গতকাল দিল্লির বিরুদ্ধে ম্যাচেও মিলল সেই নমুনা। গোটা ম্যাচে অনবদ্য ফিল্ডিং করলেন তিনি। 

এক হাতে অনবদ্য ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে। ৩০ গজের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরালেন বিরাট। ম্যাচের ১৭তম ওভারে সিরাজের বলে কভারের উপর দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন পন্থ। ব্যাটে-বলে সঠিক সংযোগ না হলেও ভাল গতিতে বলটি বেরিয়ে যাচ্ছিল বিরাটের মাথার উপর দিয়ে। ঠিক তখনই লাফিয়ে একহাতে ক্যাচ লুফে নেন কোহলি।
 
বিরাটের এই ক্যাচই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ঘটনাচক্রে কাল স্টেডিয়ামে হাজির ছিলেন বিরাটের সেলিব্রিটি স্ত্রী অনুষ্কা শর্মা। পান্থের অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পর গ্যালারিতে থাকা অনুষ্কার উদ্দেশে হাত নাড়েন বিরাট। দেখিয়ে দেন ‘ভিকট্রি’ সাইন। সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে বিরাটপত্নীর মুখে। নিমেষে সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।