ঢাকা, সোমবার ০৮, ডিসেম্বর ২০২৫ ১১:৪৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম আবারও বেড়েছে মূল্যস্ফীতি কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

স্ত্রীসহ মামলার আসামি হলেন চসিকের সাবেক কাউন্সিলর

চট্টগ্রাম প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৫০৭ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। তবে যাচাই–বাছাইয়ে তার নামে ৯ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ১৯২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তিনি তিন কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৫০৭ টাকা ঋণ দেখালেও তদন্তে গ্রহণযোগ্য ঋণ পাওয়া গেছে এক কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৮১৭ টাকা। এতে তার প্রকৃত নিট সম্পদ দাঁড়ায় সাত কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। যা ঘোষিত নিট সম্পদের তুলনায় দুই কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৩৭৫ টাকা বেশি।

দুদকের হিসাব অনুযায়ী, বিভিন্ন বৈধ উৎস থেকে জহুরুল আলম জসিমের মোট আয় চার কোটি ৩৭ লাখ ২ হাজার ৪৮৫ টাকা। কিন্তু তার অর্জিত নিট সম্পদের পরিমাণ সাত কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। ফলে জ্ঞাত আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৮৯২ টাকা। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।

দুদক জানায়, জহুরুল আলম জসিম ‘জেড এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া ‘আরিবাহ ডেইরি অ্যান্ড ফুডস’ নামে একটি প্রতিষ্ঠানে তার ৫০ শতাংশ মালিকানা রয়েছে।

তার স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধেও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৮৮ লাখ ৭২ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। তবে অনুসন্ধানে তার নামে দুই কোটি এক লাখ ৫৭ হাজার ২০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ঘোষিত সম্পদের তুলনায় ১২ লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা বেশি সম্পদ থাকায় সম্পদ গোপনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দুদক।

অনুসন্ধানে আরও ওঠে এসেছে, তাছলিমা বেগমের বৈধ আয়ের পরিমাণ ৯৫ লাখ ১৯ হাজার ৫৫৪ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে তার নেট সঞ্চয় দাঁড়ায় ৩৮ লাখ ২১ হাজার ৯৮৮ টাকা। অথচ তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ দুই কোটি এক লাখ ৫৭ হাজার ২০ টাকা। এতে জ্ঞাত আয়ের তুলনায় এক কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩২ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তাছলিমা বেগম একজন ব্যবসায়ী। তার নামে একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানসহ ‘আরিবাহ ডেইরি অ্যান্ড ফুডস’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ মালিকানা রয়েছে।