ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:১১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

হামলার পর থমথমে ঢাবি; সতর্ক অবস্থায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আজ (সোমবার) ক্যাম্পাসে দু-পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আর তাই যে কোনো ধরনের পরিস্থিত মোকাবেলায় ক্যাম্পাসে ইউনিফর্মধারী অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পুলিশের সতর্ক অবস্থান ও প্রহরা দিতে।

এর আগে রোববার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন। পরে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয়। ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ হামলার ঘটনায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৩২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ওই হামলার পর ভিপি নুরুল হক নুরকে ডাকসুতে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্র সংসদটির সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। ভিপিকে ডাকসুতে আর ঢুকতে দেবেন না বলেও জানান তিনি।

-জেডসি