ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৩:১২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল

নাটোর প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফারজানা শারমিন পুতুল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এসব পদগুলোতে থাকলে সেবিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওইসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাই না আমার ব্যস্ততার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্থ হোক। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে সকলের দোয়া চাই।

প্রসঙ্গত, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে তিনি এসব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।