ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৩:১৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা মহান মে দিবস আজ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

উপজেলা নির্বাচনে অনিয়ম সহ্য করা হবে না: কবিতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, পঞ্চম উপজেলা নির্বাচন অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।

আজ শুক্রবার সিরাজগঞ্জের খামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন কবিতা খানম।

তিনি বলেন, প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাইবো কোন ধরনের ইচ্ছাকৃত ত্রুটির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ করা প্রিসাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে কেউ ব্যার্থ হলে তাকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। অতীতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জসহ সারাদেশে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীতে আমরা এমন সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। 

তিনি বলেন, যে কোন সমস্যায় প্রিসাইডিং অফিসারদের পুলিশ প্রশাসনসহ রিটানিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমাদের জানাতে হবে। যেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আপনারা পরিস্থিতি একেবারেই অবনতি দেখলে নির্বাচন বন্ধ করে দেবেন। আমরা পুনঃরায় সেখানে সুষ্ঠ নির্বাচন উপহার দেবো।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম প্রমুখ।