ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

অনশনরত শিক্ষকদের পাশে তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দেওয়ার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের খোঁজ খবর নেন হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম জারা। এসময় তারা সরকারের অবস্থান সম্পর্কেও জানতে চান।

সর্বশেষ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এতে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অসুস্থ হওয়া এসব শিক্ষকদের দেখতে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমনকি দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান। এসময় দ্রুত দাবি পূরণের আহ্বান জানান তারা।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে যাবেন আন্দোলনরত শিক্ষকরা।