এবার নিজের ঘরেই হবে ভার্চুয়াল আড্ডা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মেটা তাদের ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) দুনিয়ায় বড় পরিবর্তন আনছে। এত দিন মেটার হাইপারস্কেপ প্রযুক্তি ব্যবহার করে নিজের ঘরের ভার্চুয়াল রূপ কেবল একা একাই দেখা যেত। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছে নতুন সুবিধা। বন্ধুবান্ধবকে নিয়ে একই ভার্চুয়াল রুমে আড্ডা দেওয়া যাবে।
মেটার ব্লগ পোস্টে জানানো হয়েছে, হাইপারস্কেপ রুমে এখন থেকে সর্বোচ্চ আটজন একসঙ্গে প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কোয়েস্ট থ্রি বা কোয়েস্ট থ্রি এস হেডসেট ব্যবহার করে ঘরের প্রতিটি কোণ স্ক্যান করে যে ডিজিটাল কপি তৈরি হয়। সেখানে আগে কেবল একা সময় কাটানো যেত। এখন একটি বিশেষ লিংক শেয়ার করলেই বন্ধুরা নিজের ভিআর হেডসেট বা মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করে সেই ভার্চুয়াল ঘরে ঢুকে পড়তে পারবেন।
নতুন সংস্করণে দৃশ্যমান আরও বাস্তবধর্মী করতে ‘অন–ডিভাইস রেন্ডারিং’ যোগ করেছে মেটা। অর্থাৎ প্রতিটি হাইপারস্কেপ রুম এখন আরও বিস্তারিত ও প্রাকৃতিক দেখা যাবে। পাশাপাশি যুক্ত করা হয়েছে স্থানভেদে শব্দ শোনার সুবিধা। যা ভার্চ্যুয়াল আড্ডাকে আরও বাস্তব অনুভূতি দেবে।
যদিও ফিচারটি এখনই সবার জন্য চালু হয়নি। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে আগামী কয়েক মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরা ফিচারটি পাওয়ার পর আবার নতুন করে ঘর স্ক্যান করতে হবে। যাতে শেয়ারযোগ্য ভার্চ্যুয়াল রুম তৈরি করা যায়।
মেটার মুখপাত্র রেশেল হোল্ম বলেন, “ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। সবাইকে একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তবে যারা পাচ্ছেন, তারা খুব দ্রুতই বন্ধুদের সঙ্গে নিজেদের ঘরে তৈরি ভার্চুয়াল রুমে আড্ডা দিতে পারবেন।”
হাইপারস্কেপকে কেন্দ্র করে মেটা যে বড় পরিকল্পনা করছে, সেটিও স্পষ্ট করেছে কোম্পানি। তাদের মতে, মেটাভার্সে অভিজ্ঞতা বৈচিত্র্যময় হওয়া জরুরি। কখনো ব্যবহারকারী নতুন গেম বা অনন্য ভিআর জগতে ঘুরে বেড়াতে চাইবেন। আবার কখনো বাড়ির ডিজিটাল প্রতিরূপে প্রিয়জনদের সঙ্গে একান্ত আড্ডা দিতে চাইবেন। হাইপারস্কেপ ঠিক সেই জায়গাটিই পূরণ করছে।
প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, হাইপারস্কেপ মেটার ভিআর প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে নিল। এর আগে যেসব ডেমো ভিডিও প্রকাশ পেয়েছে, সেগুলোতে দেখা যায় স্ক্যান করা ঘরের সূক্ষ্ম বিবরণও যথেষ্ট নিখুঁতভাবে ফুটে উঠেছে।
সব মিলিয়ে বলা যায়, হাইপারস্কেপ ভিআর অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। যেখানে দূরত্ব বাধা নয়, বরং নিজের ঘরের ডিজিটাল রূপই হয়ে উঠতে পারে বন্ধুদের নতুন আড্ডাখানা।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন








