এভাবে চললে ‘পরাণ’ সুপারহিট থেকে বাম্পারহিট হয়ে যাবে: মিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পরাণ’ সিনেমা। তার সহশিল্পীরা হলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রথম দিনেই সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এরপরে দর্শক চাহিদার কারণে বাড়ানো হয়েছে হল সংখ্যা। ঈদে সিনেমা মুক্তি এবং নিজের প্রত্যাশা নিয়ে কথা মিম।
‘পরাণ’ দিয়ে ব্যক্তিগতভাবে আপনি কেমন সাড়া পাচ্ছেন?
মিম: ব্যক্তিগতভাবে আমি অনেক সাড়া পাচ্ছি। সবার কাছ থেকে খুব প্রশংসা পাচ্ছি, যেগুলো আমার ফেসবুকে শেয়ারও করছি। আমাদের সিনেমার প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। অনেকে ‘পরাণ’ দেখার জন্য দুইদিন আগে থেকে অগ্রিম টিকেট কাটছে। অনেকে চেয়েও সিনেমাটা দেখতে পারছেন না। সিনেমাটি দেখার জন্য দুইদিন আগে থেকে অনেকেই টিকেট কেটে নিতে হচ্ছে।
দর্শকের চাহিদায় ‘পরাণ’-এর শো বেড়েছে। এগুলো সত্যিই খুব ভালো লাগে। মানুষজন ফোন দিয়ে জানতে চায় তোমার সিনেমা কিভাবে দেখব? টিকেটেই পাচ্ছিনা। এমনকি দেশের বাইরে থেকেও মানুষজন ফোন দিয়ে বলে আমরা কিভাবে দেখব? তারা চায় সেখানেও যেন দেখানোর ব্যবস্থা করা হয়। এগুলো শুনলে খুব ভালো লাগে। এখন পর্যন্ত সিনেমাটা দেখে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করেনি। এটাই আমাদের সার্থকতা।
ঢাকার বাইরেও হল ভিজিটে গিয়েছিলেন, সেখানে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?
মিম: হ্যাঁ ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানেও ‘পরাণ’ দেখতে সিনেমা হল হাউজফুল ছিল। সেখানে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেখানকার সিনেমা হল মালিক আমাকে জানালেন অনেক বছর পর এই হলে এত দর্শক হচ্ছে।
এতটা কী প্রত্যাশা করেছিলেন?
মিম: না এতটা প্রত্যাশা করিনি। প্রত্যাশা ছিল সিনেমাটা ভালো চলবে। কিন্তু মানুষ ‘পরাণ’ এতটা পছন্দ করবে সেটা ভাবতে পারিনি। এখানে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। আমরা শুরু করেছিলাম অল্প হল দিয়ে। আমাদের টার্গেট ছিল অল্প হল দিয়ে মানুষের মন জয় করব। মানুষের এত চাহিদা বাধ্য হয়ে আমাদের শো বাড়াতে হচ্ছে, হল বাড়াতে হচ্ছে। এভাবে চললে পরাণ শিগগিরই সুপারহিট থেকে বাম্পারহিট হয়ে যাবে।
এই চরিত্রে অভিনয় করে কতটুকু সন্তুষ্ট?
মিম: ‘পরাণ’ সিনেমায় আমার ক্যারেক্টারটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এখানে চরিত্রের তিনটা শেড আছে। তিনটা শেড তিনভাবে দেখানো হয়েছে। আমার কাছে মনে হয় এর আগে কোনো নায়িকা এরকম চরিত্রে অভিনয় করেনি, যে চরিত্রে অভিনয়ের জন্য দর্শক গালি দিচ্ছেন, ঐ ক্যারেক্টারকে গালি দিচ্ছেন। এটাও আমার জন্য সার্থকতা।
বরকে নিয়ে এখনো কী ‘পরাণ’ দেখেছেন?
মিম: না এখনও সম্ভব হয়নি। কারণ টিকেট পাচ্ছি না। আমরা পরিবারের ২৫ জন মিলে দেখব। এখনো টিকেটের ব্যবস্থা হয়নি। অগ্রিম টিকেট নেয়ার জন্য চেষ্টা করছি। টিকেটের ব্যবস্থা হলে পরিবারের সবাইকে নিয়ে দেখব।
এবারের ঈদে ছোট পর্দায়ও আপনাকে দেখা গেছে, সেখানে কেমন সাড়া পাচ্ছেন?
মিম: সেখান থেকেও ভালো সাড়া পাচ্ছি।
এবারের ঈদেও আপনি কোরবানি দিলেন, এটার কারণ কী ছিল?
মিম: আসলে আমাদের পরিবারে আমরা ছাড়াও আমাদের ড্রাইভার, বাবুর্চি, আমার সহকারী তারা থাকেন। অনেক সময় তারা ঈদ উদযাপনে বাড়িতে যায় না। তারা তখন কোরবানি দিতে পারে না। তাই তাদের জন্যই দেয়া হয়
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

