ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৫:৫০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

ওটিটিতে নিজের প্রথম সিনেমা নিয়ে হাজির তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমাটির নাম ‘ফাতিমা’।বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সিনেমাটি মুক্ত করা হয়েছে।

এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমি ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলাম।

সিনেমাটির প্রিমিয়ারও হয়েছিল সেই উৎসবে। এবার সেটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ভালো লাগছে বেশ। আশা করছি ওটিটির দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।’

সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

প্রসঙ্গত, সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা আট বছর। আট বছর পর ২০২৪ সালে এটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার।