কল্পকাহিনির ফোন বাস্তবে নিয়ে এলো স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিজ্ঞান কল্পকাহিনির গল্পে এমন ফোন দেখা যায়। যার স্ক্রিন ইচ্ছেমতো ভাঁজ হয়। বড় হয়, আবার ছোট হয়ে যায়। এবার সেই ধারণাকেই বাস্তবে রূপ দিতে চাচ্ছে স্যামসাং। নতুন ফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড দিয়ে স্মার্টফোনের ভবিষ্যৎ নতুনভাবে তুলে ধরছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)–এ ফোনটি প্রথমবারের মতো প্রদর্শন করেছে স্যামসাং। এর আগে নিজ দেশের বাজার দক্ষিণ কোরিয়ায় সীমিত পরিসরে ফোনটি ছাড়া হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড নাম থেকেই বোঝা যায়- ফোনটি ভাঁজ হয় তিন ভাগে। দুই জায়গায় ভাঁজ করা যায়। দেখতে অনেকটা ভাঁজ করা ব্রোশারের মতো। ভাঁজ করলে এটি একটি সাধারণ স্মার্টফোনের আকার নেয়। খুললে হয়ে যায় ট্যাবলেটের মতো বড়।
ফোনটির ভেতরের স্ক্রিনের আকার ১০ ইঞ্চি। স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর স্ক্রিন ৮ ইঞ্চি। সেখানে একটি ভাঁজ, ট্রাইফোল্ডে দুটি ভাঁজ। ফলে কাজের জায়গা আরও বড়।
খোলা অবস্থায় ফোনটি বেশ পাতলা। হাতে নিলে হালকা মনে হয়। তবে ভাঁজ করলে সেটি মোটা লাগে। যেন দুটি ফোন একসঙ্গে ধরা হয়েছে। ফোন হিসেবে ব্যবহার করতে কিছুটা অস্বস্তিকর হতে পারে।
এখনো ফোনটির দাম জানায়নি স্যামসাং। তবে ধারণা করা হচ্ছে, দাম অনেক বেশি হবে। কারণ গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর দামই শুরু প্রায় ২ হাজার ডলার থেকে। ট্রাইফোল্ড তার চেয়েও ব্যয়বহুল হতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এই ফোন সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি মূলত স্যামসাংয়ের একটি পরীক্ষামূলক উদ্যোগ। নতুন ধরনের ফোন মানুষ কীভাবে নেয়, সেটি বোঝার চেষ্টা। কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক লিজ লি বলেন, এটি একটি ‘কৌশলগত পরীক্ষা’।
তবু ফোনটির গুরুত্ব কম নয়। কারণ স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা। তাদের নতুন পণ্য বাজারে নতুন ধারা তৈরি করে। অতীতে ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেও তা দেখা গেছে।
স্যামসাং বলছে, ট্রাইফোল্ড মূলত কাজ ও উৎপাদনশীলতার জন্য বানানো। বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো যাবে। স্প্লিট স্ক্রিনে কাজ করা যাবে। এমনকি ডেস্কটপ কম্পিউটারের মতো আলাদা উইন্ডোতেও অ্যাপ চালানো সম্ভব।
ব্লুটুথ কিবোর্ড ও মাউস যুক্ত করলে এটি ছোট ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। অফিসের কাজ, লেখা বা প্রেজেন্টেশন— সবই করা সম্ভব।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ানো হয়েছে। গুগলের জেমিনি এআই একসঙ্গে স্ক্রিনে খোলা একাধিক অ্যাপের তথ্য বুঝে সাহায্য করবে। এতে কাজের গতি বাড়বে বলে দাবি স্যামসাংয়ের।
ক্যামেরার দিক থেকেও আপস করেনি প্রতিষ্ঠানটি। ট্রাইফোল্ডের ক্যামেরা প্রায় গ্যালাক্সি এস২৫ আলট্রার সমমানের। বড় স্ক্রিনের জন্য ক্যামেরা মান কমাতে হয়নি। স্ক্রিনে দুটি ভাঁজের দাগ আছে। তবে খুব বেশি চোখে পড়ে না।
বিশ্বজুড়ে ফোল্ডেবল ফোনের বাজার এখনো ছোট। দাম বেশি, ব্যবহারও সীমিত। তবু প্রায় সব বড় অ্যান্ড্রয়েড নির্মাতা এখন এই ধরনের ফোন আনছে। অ্যাপলও শিগগিরই ফোল্ডেবল ফোন আনতে পারে বলে গুঞ্জন রয়েছে।
সব মিলিয়ে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড হয়তো এখনই সবার হাতে যাবে না। তবে এটি দেখিয়ে দিচ্ছে, স্মার্টফোনের উন্নয়ন থেমে নেই। ভবিষ্যতের ফোন কেমন হতে পারে? তার একটি ঝলক দেখাল স্যামসাং।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন








