কেরানীগঞ্জের একমাত্র নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
কেরানীগঞ্জের একমাত্র নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা
কেরানীগঞ্জ উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা। বর্তমানে বসবাস করছেন কলাতিয়া ইউনিয়নের আলিনগর গ্রামে। মুক্তিযোদ্ধাদের ঘাটি ছিল তাদের বাড়ি। তাদের বাড়িতেই যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন তিনি। একাধিকবার সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন সাহসিকতার সঙ্গে।
একাত্তর সালের সেই উত্তাল সময়ে শরিফুন্নেসার বয়স ছিল মাত্র ২১ বছর। সে সময় রেডিওতে এবং আশেপাশের মানুষদের কাছ থেকে জানতে পারেন দেশের মা-বোনদের ওপর পাক হানাদারেরা নির্যাতন চালাচ্ছে, তাদের ধর্ষণ করছে। বাঙালিদের নির্মমভাবে হত্যা করেছে। এসব শুনে তরুণী শরিফুরন্নেসা প্রতিশোধ নিতে উদ্বেলিত হয়ে ওঠেন। ভাবেন, যুদ্ধই একমাত্র রাস্তা হানাদারদের উচিত শিক্ষা দেওয়ার। এ চিন্তা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দেন শরিফুন্নেসা।
কলাতিয়া ইউনিয়নের আহাদীপুর গ্রামের মেয়ে শরিফুন্নেসা। তার বাবা মোবারক হোসেন ছিলেন মুক্তিযোদ্ধা এবং সংগঠক। সে কারণে তাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তার বাবা আগেই ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। জুলাই মাস থেকে তাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়। চলে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত।
২৬ মার্চ ভোররাতে কেরানীগঞ্জ থানা ও আগানগর কেচি সাহা এলাকার আনসার ক্যাম্প দখল করেন মোস্তফা মহসিন মন্টুসহ অন্য মুক্তিযোদ্ধারা। এই দুটি জায়গা থেকে অস্ত্র লুট করে নিয়ে আসেন তারা। সেসব অস্ত্র দিয়েই চলে প্রশিক্ষণ।
শরিফুন্নেসা ছিলেন বাড়ির বড় ও একমাত্র মেয়ে। ছোট চার ভাই তখন নাবালক। মনে মনে তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিলই। নিজেদের বাড়িতেই যুদ্ধের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর কি বসে থাকা যায়? প্রশিক্ষণ নেয়া শুরু করলেন।
১৯৭১ সালে চারটি সেমিপাকা টিনশেড ঘর ছিল শরিফুন্নেসাদের বাড়িতে। একটি ঘরে মা-বাবা ও ভাইবোনেরা মিলে গাদাগাদি করে থাকতেন। অন্য তিনটি ঘরে মুক্তিযোদ্ধারা থাকতেন। আর বাড়ির পেছনে চলত প্রশিক্ষণ। শরিফুন্নেসার মা নিয়মিত মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতেন।
তাদের বাড়ির চারদিক ছিল গাছপালায় ঘেরা। তাই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়ার ফলে তাদের কোনো অসুবিধায় পড়তে হয়নি। ভেতরে কী হচ্ছে, তা বাইরে থেকে বোঝা যেত না।
শরিফুরন্নেসাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে মূল নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মহসিন মন্টু। শরিফুন্নেসা নিজেও তার কাছ থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। এসএলআর, এসএমজি, রাইফেল, স্টেনগান—এসব অস্ত্র চালানোর ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন শরিফুন্নেসা। তার দুচোখে তখন শুধু একটাই স্বপ্ন ছিল, পাকবাহিনীকে হারাতে হবে। এ দেশকে শত্রুমুক্ত করতে হবে।
এর আগে ২ এপ্রিল ভোরে পাকিস্তানি সেনাবাহিনী কেরানীগঞ্জ আক্রমণ করে। এ সময় পাকসেনারা পাঁচ হাজারের মতো বাঙালিকে হত্যা করে।
যুদ্ধে যাওয়ার ব্যাপারে মা-বাবা শরিফুন্নেসাকে উৎসাহ দিয়েছিলেন। তার মা-ও যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে তিনি যুদ্ধে অংশ নেননি।
বহুবার বহু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই বীর নারী যোদ্ধা। তুলসীখালী ঘাট এলাকায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে অপারেশনে অংশ নিয়েছেন তিনি। তাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা বহুবার পিছু হটে যায়। রাতে যুদ্ধ করে রাতেই আবার বাড়ি ফিরে আসতেন তারা।
সালোয়ার-কামিজ পরে যুদ্ধ করেতেন এই বীর নারী। মনে তখন কোনো ভয় বা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করেনি। অক্টোবর মাসের ২৯ তারিখে খবর পান, ধলেশ্বরী নদীতে পাকসেনারা লঞ্চ নিয়ে এগিয়ে আসছে। শরিফুন্নেসাসহ অন্যান্যরা তখন দ্রুত অপারেশনে চলে যান। সেদিন পাকিস্তানি সেনাদের সঙ্গে তাদের বহু সময় ধরে গোলাগুলি চলে। পাকসেনাদের গুলিতে একজন মুক্তিযোদ্ধা মারা যান। ওমর নামের ওই মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
দেশ স্বাধীন হয়ওয়ার পর ১৯৭২ সালের জানুয়ারি মাসে শরিফুন্নেসার বিয়ে হয়। বর্তমানে ৭১ বছরের বৃদ্ধ শরিফুন্নেসা ভালোই আছি। স্থায়ীভাবে বসবাস করছেন আলিনগর গ্রামে। প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন ১০ হাজার টাকা।
শরিফুন্নেসার তিন ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে ব্যবসা করে, মেজ ছেলে আমেরিকায় থাকে এবং ছোট ছেলে খেলাধুলার সঙ্গে জড়িত।
এখনো দেশের নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের ধর্ষণ করা হচ্ছে, এ বিষয়টা খুব খারাপ লাগে এই বীর নারীর। তিনি চান সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি।
- ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন
- অতিশী মারলেন হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী
- বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি
- সহজে তালের বড়া তৈরির রেসিপি
- ইরানে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যা, কিন্তু কেন?
- বর্ষার রাণী কেয়া ফুল: কত যে বাহার
- ঢাবিতে গণবিয়ের আয়োজনে অনুমতি নেই কর্তৃপক্ষের
- আশুলিয়ায় সংঘর্ষ: ১ নারী শ্রমিক নিহত, আহত ৩
- ভারী বর্ষণে মহাসড়কে উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ
- আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
- চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- চিকিৎসকদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছেন মমতা
- ২৬ তারিখ কী ঘটবে, কেন এত আলোচনা!
- বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ
- বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি
- কোটা আন্দোলন:পরিবহন খাতে ক্ষতি ১০ হাজার কোটি টাকা!
- এই কাজ আমার জন্য চ্যালেঞ্জ নয়: পরিবেশ উপদেষ্টা
- সিরাজগঞ্জে এমপির বাসায় আগুন, দুই মরদেহ উদ্ধার
- মাদার তেরেসার ১১৪তম জন্মদিন আজ
- অভিনয়শিল্পী-নির্মাতাদের সংহতি শিক্ষার্থীদের সঙ্গে
- আজ বাইশে শ্রাবণ, রবী কবির প্রয়াণ দিবস
- পর্যটক না আসায় হতাশ টাঙ্গুয়ার হাওরের শ্রমিকরা
- ‘আলো আসবেই’ গ্রুপের দুই শিল্পীকে শোকজ
- নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীসহ সারা দেশে দেড় হাজার ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর
- শখের বশে সফল উদ্যোক্তা সুমনা
- বন্যায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, সড়কে-গাছতলায় চলছে চিকিৎসা
- আইভিএফ পদ্ধতি কী ও কেন জেনে নিন
- আদালত প্রাঙ্গণে ফারজানা রূপাকে থাপ্পড়
- শাকিল আহমেদ ও ফারজানা রুপা ডিবিতে