ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৪০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

গিসেলের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলে একদল প্রতারক ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে সুপার মডেল গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা করেছে। দেশটির পুলিশ বলছে, এই প্রতারণার মাধ্যমে চক্রটি প্রায় ২০ মিলিয়ন রেইস (প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নিয়েছে।

সম্প্রতি এক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি রাজ্যে সন্দেহভাজনদের সম্পদ জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, প্রতারকরা ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে বন্দচেনসহ বিভিন্ন তারকার কৃত্রিম ভিডিও ব্যবহার করে ভুয়া পণ্য ও সেবার প্রচার চালাতো।

২০২৪ সালের আগস্টে এক ভুক্তভোগী অভিযোগ করেন, বন্দচেনের পরিবর্তিত ভিডিও ব্যবহার করে তাকে একটি স্কিনকেয়ার পণ্য কিনতে প্রলুব্ধ করা হয়েছিল। আরেকটি বিজ্ঞাপনে তার চেহারা ব্যবহার করে গিভঅ্যাওয়ে অফার দেখানো হয়। যেখানে মানুষকে শিপিং ফি দিতে বলা হলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি।

পুলিশের সাইবারক্রাইম ইউনিট জানায়, প্রতারকরা অন্য তারকার ডিপফেক ভিডিও ও ভুয়া বেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করেও একই ধরনের প্রতারণা করেছে।

অধিকাংশ ভুক্তভোগী ছোট অঙ্কের অর্থ হারিয়েছেন (সাধারণত ১০০ রেইস বা ১৯ ডলারের কম)। যার কারণে অনেকেই অভিযোগ জানাননি। এতে প্রতারকরা নিরাপদ মনে করে ব্যাপকভাবে প্রতারণা চালিয়ে যেতে পেরেছে।

এ বছরের জুনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো যদি প্রতারণামূলক বিজ্ঞাপন দ্রুত অপসারণ না করে, তবে তাদেরও দায় নিতে হবে।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তাদের নীতি অনুযায়ী জনপরিচিত ব্যক্তিদের ছবি ব্যবহার করে প্রতারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে এসব বিজ্ঞাপন শনাক্ত করে এবং দ্রুত অপসারণ করে।

গিসেলে বন্দচেনের টিম সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, কোনো বিজ্ঞাপনে অস্বাভাবিক ছাড় বা অফার দেখলে তা যাচাই করতে হবে এবং সন্দেহজনক বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে।