গৃহিণীদের জন্য ব্র্যাক ব্যাংকের ‘তারা হোমমেকার্স’ অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
দেশের গৃহিণীদের আর্থিক অন্তর্ভুক্তির পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ব্র্যাক ব্যাংক চালু করেছে ‘তারা হোমমেকার্স’ অ্যাকাউন্ট সেবা। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্টটি বিশেষভাবে গৃহিণীদের ব্যাংকিং প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
এই অ্যাকাউন্টের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি খুলতে কোনো আয়ের প্রমাণপত্রের প্রয়োজন নেই। অর্থাৎ, যেসব নারী ফরমাল ওয়ার্কফোর্সের বাইরে আছেন এবং যাদের কাছে স্যালারি স্লিপ, নিয়োগপত্র বা অন্যান্য আনুষ্ঠানিক কাগজপত্র নেই, তারা শুধুমাত্র একটি সেলফ-ডিক্লারেশনের মাধ্যমে সহজেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের গৃহিণীদের আনুষ্ঠানিক আর্থিক সেবার সাথে যুক্ত হওয়ার পথে দীর্ঘদিনের বাধা দূর করতে সক্ষম হয়েছে।
ব্র্যাক ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে ফরমাল ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা গৃহিণীদের পারিবারিক আর্থিক ব্যবস্থাপনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। তাদের দৈনন্দিন জীবনের কথা বিবেচনা করে অ্যাকাউন্টটিতে ডেবিট কার্ডে কোনো ফি না রাখা, গ্রোসারি কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা এবং যেকোনো ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট আয়ের সুযোগ রাখা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারীদের আর্থিক ক্ষমতায়নের পথ সুগম করেছে। ‘তারা হোমমেকার্স’ অ্যাকাউন্টটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল এবং দেশজুড়ে বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে সহজেই খোলা যাবে।
নিম্ন থেকে মধ্যম আয়ের পরিবারের কথা বিবেচনা করে এই পণ্যটি ডিজাইন করা হয়েছে, যাতে অনেক বেশি সংখ্যক নারীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার যোগ্যতা হিসেবে মাসিক পারিবারিক আয় ২ লাখ টাকার কম, প্রারম্ভিক জমা অনূর্ধ্ব ৫ লাখ টাকা এবং ছয় মাসে মোট জমা ১২ লাখ টাকার বেশি না হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “গৃহিণীদের জন্য এই এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট চালু করতে পেরে আমরা বেশ আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, এই অ্যাকাউন্ট তাঁদের ব্যাংকিং প্রয়োজন পূরণ করার পাশাপাশি আকর্ষণীয় অনেক সুবিধা দেবে। এটি গৃহিণীদের অমূল্যায়িত শ্রমের স্বীকৃতি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের যাত্রায় ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবা নিয়ে পৌঁছে যাচ্ছে সেসব নারীদের কাছে, যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিলেন।”
এই অ্যাকাউন্ট চালুর আগে ব্যাংকটি দেশব্যাপী ২,৫০০-এরও বেশি ফ্রন্টলাইন কর্মীদের নিয়ে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে, যাতে গ্রাহকদের সঠিক নির্দেশনা দেওয়া যায় এবং গ্রাহক অভিজ্ঞতা সহজ ও উপভোগ্য হয়।
ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর অধীনে চালু হওয়া এই অ্যাকাউন্টটি উদ্ভাবন ও অন্তর্ভুক্তির পথে আরও একটি মাইলফলক। গৃহিণীদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত আরও প্রসারিত করলো।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা







