ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৪:২১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

চার নারীকে সম্মাননা দিলো ডব্লিওইএ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৭ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

ওমেন এন্ট্রেপ্রেনিউর এসোসিয়েশন (ডব্লিওইএ) বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চারজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

গত শনিবার রাজধানীর গুলশানস্থ সিক্স সিজনস্ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, কৃষি কাজ ও ব্যবসায় বেগম ফাতেমা যোহরা, সফল উদ্যোক্তা হিসেবে মিলন চিশিম, নারী উন্নয়নে বেগম রোকেয়া এবং আই.টি ব্যবসায় শারমীন আখতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক বেগম শীপা হাফিজা, বিশেষ অতিথি ছিলেন উইএ-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বেগম রোকেয়া আফজাল রহমান, অতিথি বক্তা ছিলেন ইউএন উইমেনের প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার বেগম রুবীনা গণি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন `ডব্লিওইএ` এর প্রেসিডেন্ট নিলুফার এ করিম। স্বাগত বক্তব্য রাখেন `ডব্লিওইএ` এর জেনারেল সেক্রেটারি বেগম শারমীন জাহান খান ৷ অতিথি বক্তা হিসেবে তপতী সাহা নারী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশে ইউএন উইমেনের কার্যক্রম তুলে ধরেন। বেগম রুবীনা গনি মহিলা বিষয় অধিদপ্তরে আইটি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন করেন।

প্রধান অতিথি শিপা হাফিজা বলেন, এই সম্মাননা নারী উদ্যোক্তাদের আরো উজ্জীবিত  করবে। এর ফলে নারীরা এ ধরনের কাজ করতে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের সঙ্গীত শিল্পী নাহিদ মোমেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেগম রুখসানা আনোয়ার, বেগম মাহজাবীন হাশীম, বেগম সানজিদা ভুইয়া হক এবং বেগম আফরোজা নাজনীন সুমী।