ঢাকা, শনিবার ২২, মার্চ ২০২৫ ২:৫১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা নারী যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিতে নতুন প্রতিশ্রুতির আহ্বান লন্ডনে বিদ্যুৎহীন হাজারো বাড়ি, বন্ধ হিথ্রো বিমানবন্দর কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, চালও চড়া তনু হ*ত্যার ৯ বছর: এখনও তদন্ত চলছে গাজায় তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তায় মহিলা পরিষদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্থায় গভীর  উদ্বেগ,  উৎকন্ঠা ও  ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ মহিলা পরিষদ।  এ সকল ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল, ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার মাধ্যমে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
আজ শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ মন্তব্য করেছে।

 বিবৃতিতে আরো বলা হয়,  উক্ত ছাত্রী  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ  ও শাহবাগ থানায় মামলা  দায়ের করেন।নানা অজুহাতে নারীকে হেনস্থা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি গণপরিসরে নারীর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। আমরা দ্রুত এ পরিস্থিতির অবসানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছি।