নুসরাতকে মর্গের তিন নারীর অশ্রু ঝরানো গোসল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত ফেনীর অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাত জাহান রাফিয়ার নিথর শরীরে হাত বুলিয়ে শেষ স্নেহ আর ভালোবাসা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গের তিন নারী। ঢামেক মর্গে লাশের ময়না তদন্তের পর নুসরাতের শরীরে স্নেহের পরশ বুলিয়ে গোসল দিয়েছেন চাঁন বিবি, মনি বেগম আর আনসারী বেগম নামের এই তিন নারী।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে বাবা ও স্বজনদের কাছে নুসরাতের লাশ হস্তান্তরের পর একটি গণমাধ্যমের সাথে আলাপচারিতায় এই তিন নারী জানালেন কিভাবে তারা মাতৃস্নেহের পরম আদরে শেষ গোসল দিয়েছেন। নুসরাতের মায়াবী চোখ-মুখ আর চাহনীর বর্ণনা দিতে গিয়ে বারে বারে আঁচলে চোখ মুচছিলেন তাদেরই একজন চাঁন বিবি। তিনি অশ্রু সজল চোখে তিনি বলেন, এমন নির্দয় মানুষও পৃথিবীতে আছে? এমন নিষ্পাপ মেয়ের শরীরে আগুন দিয়ে হত্যা কেউ করতে পারে?
মনি বেগম বলেন, নুসরাতের পুড়ে যাওয়া শরীরের কথা। বুক এবং গলার নিচ থেকে পুরো শরীরই পুড়ে গেছে। গলার নিচের দিকেই ক্ষত ছিল বেশি। পিঠের কিছু অংশও পুড়ে ক্ষত হয়েছে।
অপর আরেক নারী আনসারী বেগম বর্ণনা দিয়েছেন নুসরাতের মুখের। আহ! কি সুন্দর মেয়ে! চোখে মুখে যেন মায়া লেগে আছে নুসরাতের। পুরো শরীরে পোড়া আর ক্ষতের চিহ্ন থাকলেও মুখে কোনো আচড়ও লাগেনি। মনে হয়েছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে নুসরাত।
তারা তিনজনই জানান, আমরা মূর্খ মানুষ, পেপার পত্রিকা পড়তে পারি না। তবে ডাক্তার স্যার আর সিস্টার আপাদের কাছে নুসরাত সম্পর্কে আগে থেকেই শুনেছি। নুসরাতের জন্য দোয়াও করেছি। আল্লাহর কাছে বলেছি, মেয়েটি যেন বেঁচে যায়। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি আর বাঁচলো না, চলেই গেল পৃথিবীর সব মায়া ত্যাগ করে।
এদিকে নুসরাতের লাশ দেখতে সকাল থেকেই মর্গে ভিড় করেন তার স্বজনরা। স্বজনদের বাইরেও অনেকে আসেন মর্গের সামনে। মিরপুর থেকে সকালেই মর্গের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন শায়না নামের এক গৃহিণী। নুসরাত তার কেউ না, তার সাথে নেই কোনো আত্মীয়তারও বন্ধন। তারপরেও কেন নুসরাতের লাশ দেখতে হাসপাতালে ছুটে এসেছেন, এমন প্রশ্নের জবাবে এই নারী জানান, আমার একমাত্র মেয়ে ব্ল্যাড ক্যান্সারে মারা গিছে তিন/চার বছর আগে। তখন থেকেই আমার মেয়ের বয়সী অন্য কোনো মেয়ে মারা গেলে আমার অন্তরে ব্যথা অনুভব করি। লাশ দেখতে হাসপাতালে চলে আমি। নুসরাতের মারা যাওয়ার খবর টিভিতে আগের রাতেই জানতে পেরেছি। তাই ভোরেই আমি চলে এসেছি মর্গে। কিন্তু এখানকার লোকজন বাইরের কাউকেই মর্গের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে ঢুকতে না পারলেও এর জন্য কোনো দুঃখবোধ নেই শায়লা বেগমের। অন্তর থেকে নুসরাতের জন্য দোয়া করছেন তিনি।
এরকম আরো অনেকেই আসেন মর্গের সামনে। যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই নুসরাতের। তারপরেও নুসরাতের সাথে কী যেন এক আত্মীক বন্ধনের যোগসূত্র খুঁজে পান ঢাকা মেডিকেল কলেজের সামনে নুসরাতের লাশ দেখতে আসা সবাই।
-জেডসি
- সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
- তিন কারণে রোনালদো এখনো অপরিহার্য
- প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
- মুস্তাফিজ-তাসকিন বিপিএলে যোগ দিবেন কবে
- যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
- স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
- খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই নারী কারাগারে
- শনিবার ব্যাংক খোলা থাকবে
- সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত
- ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই
- চিনির বদলে যেসব প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন
- পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল
- মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
- পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো
- জামদানিতে নজর কাড়লেন রুনা খান
- ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই
- ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা
- গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন
- একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
- মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
- ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল
- বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ
- খুলনায় এনসিপির নেতাকে গুলির ঘটনায় নারী আটক
- নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫
- শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
- শীতে হাঁটু ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ৫টি কার্যকরী ঘরোয়া উপায়
- ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল গুগল ও অ্যাপল
- মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
- সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা











