পর্যটন এলাকায় হোটেল ভাড়া-খাবারের দাম অস্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শুধু বৃহস্পতিবার ছাড়া বুধবার থেকে টানা ছুটির আওতায় রয়েছে। তবে দুর্গোৎসব ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রয়েছে টানা ছুটিতে। এ সুযোগে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় প্রচুর পর্যটক সমাগম ঘটেছে।
চলমান এ ছুটিতে খাগড়াছড়িতে এসেছেন লাখো পর্যটক। জেলার পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের আগমনে মুখরিত।
জেলার পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহজুড়ে হোটেল-মোটেল ও কটেজ ভাড়া হয়ে গেছে। তবে কেউ কেউ অভিযোগ করেছেন গাড়ি, হোটেল কক্ষ ভাড়া ও খাবারের দাম বেশি রাখা হচ্ছে।
লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
জেলায় মহালছড়ির মনারটেক লেক, হর্টিকালচার হ্যারিটেজ পার্ক, দেবতার পুকুর, মানিকছড়ির বনলতা অ্যাগ্রো প্রাইভেট, পুরাতন রাজবাড়ি, পানছড়ির অরণ্য কুঠির, মায়াবিনী লেক, দশবল বৌদ্ধ বিহার, চেঙ্গি নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা, মাটিরাঙার শতবর্ষী বটগাছ, রাবার ড্যাম, আলুটিলার প্রাকৃতিক গুহা, শতবর্ষী য়ংড বৌদ্ধ বিহার, আলুটিলা বৌদ্ধ বিহার, কৃষি গবেষণা কেন্দ্র, উপজেলা প্রশাসন লেক, জলপাহাড়, ভগবান টিলা, রিছাং ঝরনা, রামগড়ের কৃত্রিম লেক, চা-বাগান, কলসি মুখ, দিঘিনালার হাজাছড়া-তৈদুছড়া ঝরনা, প্রতিষ্ঠাকালীন বিজিবির ভাস্কর্যসহ শতাধিক পর্যটন স্পট রয়েছে।
সব পর্যটন স্পটে প্রচুর পর্যটক এসেছেন। তারা হোটেল-মোটেল ও আত্মীয়দের বাড়িতে উঠেছেন।
হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর (শনিবার) পর্যন্ত জেলা এবং সাজেকের সব হোটেল-মোটেল ও কটেজ বুকিং হয়ে গেছে। জেলায় ১২০ এবং সাজেকে ১১০টি হোটেল-মোটেল ও রিসোর্ট আছে। হোটেল-মোটেলগুলোয় থাকার ব্যবস্থা আছে ৬০ থেকে ৭০ হাজার পর্যটকের। কিন্তু পর্যটক এসেছেন লাখের অধিক। তাই অনেক পর্যটক আত্মীয়-স্বজনের বাড়িতে থাকছেন।
খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি ও সাজেকে লাখো পর্যটক এসেছেন। আগামী ১০ দিনের জন্য হোটেল-মোটেলগুলো বুকিং হয়ে গেছে। শতাধিক গাড়িও বুকিং হয়ে গেছে।
পর্যটকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের হোটেল ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় খাবারের দাম একটু বেড়েছে।
খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মাহবুব আলম ভাড়া বেশি রাখার বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা ভাড়া বেশি নিচ্ছি না। বিভিন্ন পর্যটন স্পট পাহাড়ি ও দুর্গম এলাকায়। যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি যোগ হয়েছে। ফলে কমবেশি সবকিছুর দাম কিছুটা বেড়েছে।
তিনি বলেন, শুধু আমাদের এখানে নয়, সারাদেশের প্রতিটি পর্যটন স্পটেই খরচ বেড়েছে। সে তুলনায় আমরা কমমূল্যেই সেবা দেয়ার চেষ্টা করছি।
পর্যটকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের এখানে প্রচুর পর্যটক এসেছে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। হোটেল-মোটেল ও পরিবহন ভাড়া বেশি রাখার ক্ষেত্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। এরপরও কেউ যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক আছি।
তিনি বলেন, পর্যটকদের হয়রানির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে জানিয়ে জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক সাংবাদিকদের বলেন, জেলার প্রত্যেকটি স্পটে প্রচুর পর্যটক এসেছেন। তাদের সার্বিক নিরাপত্তায় ডিবি, ট্যুরিস্ট পুলিশ ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছে।
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’

