ঢাকা, বৃহস্পতিবার ১৯, সেপ্টেম্বর ২০২৪ ১০:২০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ লেবাননে পেজার বিস্ফোরণে ১ কন্যাশিশুসহ নিহত ৯ বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি ইরানে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যা, কিন্তু কেন? ঢাবিতে গণবিয়ের আয়োজনে অনুমতি নেই কর্তৃপক্ষের

ফোন চুরি ঠেকাতে যা করবেন

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখনকার যুগে কমবেশি সবার হাতেই স্মার্টফোন দেখা যায়। এই ফোন দিয়েই করা হয় নিত্যনিদের নানা কাজ। এই সুযোগ চোরদেরও রমরমা। প্রায়ই চুরি হচ্ছে সাধের ফোন। স্মার্টফোন চুরি হলে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়৷ শুধুই অর্থনৈতিক ক্ষতিই নয় আরও অনেক ক্ষতির মুখে পড়তে হতে৷ 

ফোন চুরি ঠেকাতে যদি ফাইন্ড মাই সেটিং অন যদি রাখা হয়, তবে চুরি হওয়া ফোনের বিষয়ে নজরদারি করা যেতে পারে।

স্মার্টফোন চুরি করার পরে চোরের প্রথম কাজ হল ফোনটির স্যুইচ অফ করা ৷ যখনই ফোনটি স্যুইচ অফ হয়ে যায় ঠিক তখনই আর ট্র্যাক করা যায় না।

তবে ফোনের তিনটি সেটিংস যদি অন করে রাখা যায় সেক্ষেত্রে ফোন চুরির পরে স্যুইচ অফ হলেও অতি সহজের ট্র্যাক করা যায়৷

সর্বপ্রথম ফোনের সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে ৷ তারপরে মোর সিকিওরিটি ও প্রাইভেসিতে যেতে হবে৷ 


তারপরে রিকয়্যার পাসওয়াড টু অফ অপশন অন করতে হবে ৷ এই সেটিংস অন করার পরে চোর চাইলেও এই অপশন অফ করতে পারবেনা৷ 

কেননা ফোন অফ করতে গেলে পাসওয়াড দেওয়াটা অনিবার্য হয়েই পড়বে৷

অনেক সময়ে দেখতে পাওয়া যায় স্মার্টফোন অফ হচ্ছেনা তখন এরোপ্লেন মোড করে দেওয়া হয়ে থাকে ৷ এই সমস্যা থেকে বাঁচতে স্মার্টফোনের সর্বপ্রথম সেটিংস অন করতে হবে৷ 

এরপরে নটিফিকেশন ও স্ট্যাটাসবার বিকল্প বাছতে হবে ৷ পরবর্তী পদক্ষেপে মোর সেটিংস বোতামে ক্লিক করতে হবে৷ 

এরপরে সোয়াইপ ডাউন বোতাম অন করতে হবে এমন করলে স্মার্টফোন চুরি করে চোর কোনও ভাবেই এরোপ্লেন মোড অন করতে হবে৷ 

এরপরে সেটিংস সিকিওরিটি ও প্রাইভেসিতে ফাইন্ড মাই ডিভাইস করতে হবে ৷ এরপরে নেটওয়ার্ক ইন অল এরিয়া অন করতে হবে৷ 

এই সেটিংস অন করার পরে স্মার্টফোন চুরি হলেও অতি সহজেই ট্র্যাক করা যাবে