ঢাকা, বৃহস্পতিবার ২৪, এপ্রিল ২০২৫ ২১:৪৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে, ঘুমন্ত নারীর মৃত্যু বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ নদীর পাড়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে দুই শিশুর প্রাণহানী নোয়াখালীতে দম্পতির একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিমানে হেনস্তার শিকার ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কণ্ঠ দিয়ে তিনি শাসন করছেন সেখানকার সংগীতাঙ্গন। সম্প্রতি এই সংগীতশিল্পীর সঙ্গে ঘটেছে অপ্রতিকর ঘটনা। বিমানে হেনস্থার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন এই গায়িকা।

ওই পোস্টে অভিযোগ করেছেন, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি। গত শনিবার (১৩ এপ্রিল) ইন্দোরে শো শেষ করে দিল্লি যাওয়ার পথে হেনস্তার শিকার হন। 

ইমন এক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’

গায়িকার পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উগড়ে দিয়েছেন।  একজন লিখেছেন, ‘যা খুশি তাই হচ্ছে’।  অন্য একজন লিখেছেন, ‘গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে কলকাতা আসছিলাম। অতিরিক্ত অর্থ দিয়ে পছন্দ মতো সিট নিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দেওয়া হয়।’

মন্তব্যের ঘরে গায়িকাকে কটাক্ষ করতে দেখা গেছে। যার কড়া জবাব দিয়েছেন ইমন। তিনি লিখেছেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’