ঢাকা, শনিবার ২৩, সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক ছেড়ে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু আরও ১৪ জনের প্রাণ কাড়লো চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান ভিসানীতি নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

বৃদ্ধা নারীদের প্রতি আমরা সচেতন নই: রাশেদা কে চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে ২০২৩ সালের মূল প্রতিপাদ্য বিষয় ‘নারীর প্রতি প্রতিহিংসা রোধে প্রবীণ নীতি, আইন ও প্রমাণভিত্তিক পদক্ষেপ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানটির আয়োজন করে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি (এফআরইবি)। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস।

ধানমন্ডিস্থ রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার (রিক) মিলনায়তনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ, মূখ্য আলোচক ছিলেন দুর্যোগ ফোরামের সদস্য সচিব গওয়ার নঈম ওয়ারা। প্রবন্ধ পাঠ করেন তোফাজ্জল হোসেন, বক্তব্য রাখেন এফআরইবি’র সহসভাপতি ড. শরীফা বেগম, সঞ্চালনা করেন এফআরইবি’র মহাসচিব আবুল হাসিব খান।

রাশেদা কে চৌধুরী বলেন, মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার ক্রমেই বেড়ে চলেছে। আর এর মূল ঝামেলায় পড়তে নারীকে। শহর- গ্রামের সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।