মাদারীপুরে সন্ধ্যার পর বাইরে আড্ডা বন্ধ : প্রশাসন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন
মাদারীপুরে সন্ধ্যার পর বাইরে আড্ডা বন্ধ, দোকানে চলবে না টেলিভিশন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানিয়েছেন, তরুণদের মাদকমুক্ত রাখতে ও করোনা সংক্রমণ প্রতিরোধে এসব উদ্যোগ নিয়েছেন তারা।
তিনি বলেন, জেলার সংসদ সদস্যরা সবাই সমর্থন দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরাও খুশি হয়েছেন এসব সিদ্ধান্ত নেয়ায়। তবে আমরা চাপিয়ে দিবো না। উদ্বুদ্ধ করেই বাস্তবায়ন করবো।
তিনি জানান, প্রশাসনের মূল সিদ্ধান্তগুলো হচ্ছে, সন্ধ্যা সাতটার পর কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া বাইরে থাকতে পারবেনা, টি স্টলগুলোতে রাত নয়টার পর টেলিভিশন চালানো যাবে না। আর পৌরসভায় রাত দশটা ও অন্য এলাকায় রাত নয়টার পর দোকানপাট খোলা রাখা যাবে না।
এ ধরণের সিদ্ধান্ত নেয়ার যুক্তি সম্পর্কে তিনি বলেন, জেলার প্রায় সব জায়গাতেই সন্ধ্যার পর দেখবেন তরুণরা দল বেধে আড্ডা দিচ্ছে এবং কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছেনা।
তিনি আরও বলেন, মোবাইলে জুয়া আর মাদক ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। তাই আমরা মনে করি কারও দরকার হলে অভিভাবক নিয়ে বাইরে আসবে। এছাড়া সাতটার পর তাদের থাকার প্রয়োজন নেই।
জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, চায়ের দোকানে টেলিভিশনের কারণে রাত ১২টা পর্যন্ত লোক সমাগম থাকে ও গল্পগুজব চলতে থাকে।
তিনি বলেন, এখানে বয়স্ক-ইয়াং সবাইকে দেখা যায়। যা উদ্বেগজনক। এখন প্রায় সবার বাড়িতে টিভি আছে। তারা টিভি দেখলে বাড়িতে পরিবারের সাথেই দেখতে পারবে। করোনা ঝুঁকি এড়াতে আমরা বাইরে টিভি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কিছু নিয়ে জোর করছিনা। তবে সর্বস্তরের মানুষ এতে খুশি হয়েছে। কারণ এখানে এসব সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে।
জেলঅ প্রশাসক আরও বলেন, আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তাতে সবাই মনে করেছে মানুষের ভালোর জন্যই এটি হওয়া দরকার। তাই সবাই মিলেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমার একার সিদ্ধান্ত না এগুলো। করোনা, মাদক ও কিশোর গ্যাং- সমস্যা বাড়ছে। মানুষ মনে করছে আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর হলে ভালোই হবে।
কিন্তু এমন বিধি নিষেধ কার্যকর করলে সেটি নাগরিক অধিকার খর্ব করে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানতে সরকারি দিক নির্দেশনা আছে এবং সবাই মিলে আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেও ব্যবস্থা নেয়ার সুযোগ আছে কিন্তু কোন কিছুই জোর করে বাধ্য করা হবে না।
এদিকে মাদারীপুরের সাংবাদিক জহিরুল ইসলাম খান বলছেন, জেলা প্রশাসনের এসব সিদ্ধান্তে জেলা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তিনি জানান, অনেকেই প্রশ্ন তুলছেন যে স্কুলগামী শিক্ষার্থীদের সাতটার মধ্যে বাসায় ফিরতে বলা যায়, কিন্তু কলেজ বা স্নাতক পর্যায়ে পড়ুয়াদের অনেকেই টিউশনিসহ নানা কাজে বাইরে থাকতে হয়।
আবার টি স্টলে টেলিভিশনের সাথে দোকানগুলো স্বল্প আয়ের মানুষদের জন্য আয় রোজগারের বিষয় জড়িত আছে। কারণ দোকানগুলো জমজমাট থাকে ও তাতে বিক্রিও ভালো হয়।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলছেন প্রশাসন জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেগুলো সত্যিকার অর্থেই জনস্বার্থে হতে হবে।
(সূত্র: বিবিসি বাংলা অনলাইন)
- লকডাউেন সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে এক মা
- আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৭৬২
- করোনা: নিয়ন্ত্রণে ভারতের দৈনিক সংক্রমণের হার
- ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৩৪, আহত ৬৩৭
- কিশোরীর আত্মহত্যার মামলায় ধর্ষকের ৪০ বছরের কারাদণ্ড
- মুন্সীগঞ্জের পাটি শিল্প রক্ষায় টঙ্গীবাড়ির নারী কারিগররা
- যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াল
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭
- জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল
- আমেরিকান কবুতর ‘জো’কে হত্যা করবে অস্ট্রেলিয়া
- ব্রাজিলের উত্তরাঞ্চলে ভাইরাস মোকাবেলায় কারফিউ
- দেশে নবজাতক ফেলে দেয়ার ঘটনা বাড়ছে
- `মমতাকে দেখতেই এখানে আসা`: অভিনেতা সৌমিত্র’র স্ত্রী দীপা
- ভ্রমণকাহিনি: চায়ের দেশ শ্রীমঙ্গলে একদিন
- ছড়া : ছোট্ট পাখি টুনাটুনি
- আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
- নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট
- কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই
- শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন
- বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের অধিকাংশই এশিয়ায়
- করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান
- মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না!
- রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম
- স্কুলে ভর্তির বিষয়ে কাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
- কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী কাল
- চার বছর পর পিবিআইতে তনু হত্যা মামলা
- নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন
- উত্তরাঞ্চলের চার জেলায় জেঁকে বসেছে শীত