ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৮:০৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

শিশু একাডেমির নতুন চেয়ারম্যান লাকী ইনাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন গুণী অভিনেত্রী লাকী ইনাম। রাষ্ট্রীয় এই পদে আজ বুধবার ২৫ সেপ্টেম্বর প্রথম কার্যদিবসে যোগ দেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।  

নন্দিত এই নাট্যশিল্পী একাধারে অভিনয় শিল্পী, নাট্যকার, নির্দেশক, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং নাট্য শিক্ষক। কর্মমুখর অভিনয় জীবনে বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পেয়েছেন ব্যাপক প্রশংসা। গুণী এই অভিনেত্রী যেমনিভাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ তেমনি মঞ্চেও।

এযাবৎ তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় ও কোথাও কেউ নেইসহ আরো অন্য পরিচালকের অসংখ্য জনপ্রিয় নাটকে। তবে টেলিভিশন নাটকে কাজ করলেও শুরুটা হয়েছিলো তাঁর মঞ্চের মাধ্যমেই।

১৯৭২ সালে মঞ্চে অভিনয় জীবন শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এই দলের হয়ে মঞ্চে তিনি প্রথম অভিনয় করেন ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে। তার বিখ্যাত কিছু চরিত্র ছিল শরমার ‘কণা’, নুরুলদিনের সারাজীবন এ ‘আম্বিয়া’, বহুব্রীহিতে ‘জনাবা ইশা’, আওময়তে ‘বারা বউ’।

নাট্যশিল্পে অবদানের স্বীকৃতিসরূপ বাংলাদেশ সরকার তাকে চলতি বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এর আগে মঞ্চে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পেয়েছেন ‘এওয়ার্ড অব অনার’ পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন ‘শিল্পকলা পদক ২০১৪’। এ ছাড়াও ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা ২০১৭’সহ বহু পুরস্কার-সম্মানায় ভূষিত হয়েছেন তিনি।

লাকী ইনামের জন্ম ১৯৫২ সালের ৬ সেপ্টেম্বর। বাবা-মা দুজনেই ছিলেন শিল্পের প্রতি অনুরাগী। আর তাই ছোটবেলাতেই শিখেছেন নাচ ও গান। পাশাপাশি শিখেছেন ভরত নাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্য। বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে লাকীর ছোটবেলা কেটেছে বিভিন্ন জেলা শহরের বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে।

গুণী এই অভিনয় শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন নাগরিক নাট্যাঙ্গনের সভাপতি হিসেবে।

তিনি দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছেন আরেকজন গুণী অভিনেতা ইনামুল হককে। তাদের দুই মেয়ে হৃদি হক এবং প্রৈতি হক। বড় মেয়ে হৃদি হকও একাধারে অভিনয় করছেন মঞ্চ এবং টেলিভিশনে।