শিশু নিনাদ হত্যার কারণ খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০০ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার
রাজধানীর খিলগাঁওয়ে শিশু সাফোয়ান আল নিনাদকে হত্যার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। হত্যার কারণ খুঁজছে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকান্ডের কারণ ও যোগসূত্র পেতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা।
বাসার পাশে খেলতে গিয়ে ঈদের আগের রাতে নিখোঁজ হয় বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র নিনাদ (৮)। ঈদের দিন দুপুরে বাসার পাশের একটি খোলা জায়গায় পণ্য বহনকারী ঢাকনাওয়ালা ভ্যান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, পলিথিন দিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহতের গলার সম্মুখ অংশে অর্ধ চন্দ্রাকৃতির কালশিটে দাগ রয়েছে। ডান কাঁধের পেছন দিকে হালকা কালো রঙের দাগ।
এ ঘটনায় নিনাদের বাবা স্বপন বেপারী অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় তদন্তের অগ্রগতি জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আমাদের কর্মকর্তারা মাঠে রয়েছেন। আমরা খুব দ্রুত নতুন তথ্য জানাতে পারব।
খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়া এলাকায় নিনাদের মামাবাড়িতে বাবা-মা ও বোনের সঙ্গে থাকত নিনাদ।
নিনাদের মামা সাংবাদিক এস এম মুন্না জানান, ওই এলাকায় জমি নিয়ে তার মামাদের সঙ্গে তাদের পরিবারের পুরনো দ্বন্দ্বের কারণে তার ভাগ্নেকে হত্যা করা হয়েছে ধারণা করছেন তারা।
২০১৪ সালের নভেম্বরের শুরুর দিকে মুন্নার মামারা তাদের বাড়িতে ‘অতর্কিতে হামলা’ চালিয়ে তাকে এবং তার মা-বোন-খালাকে গুরুতর আহত করেন বলে জানান তিনি।
এ ঘটনায় মুন্না একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় সালাউদ্দিন ও জহিরুল ছাড়াও মুন্নার মামাত ভাই ফিরোজ মিয়া, আরাফাত ও ফয়সালসহ আরো বেশ কয়েজনকে আসামি করা হয়েছিল। পরে তারা আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।
পরে মুন্না ওই দেড় কাঠা জমি বুঝে পেয়ে নামজারি করেন। সম্প্রতি সেই জমিতে নিনাদদের পরিবারের জন্য ঘর নির্মাণ করছিলেন তিনি। ঘরের কাজে হাত দেওয়ার পর থেকে আবারও প্রতিপক্ষের হুমকি পাচ্ছিলেন বলে জানান মুন্না।
তিনি বলেন, ধারণা করছি, প্রতিহিংসাবশত তারা আমাদের ভাগ্নেকে খুন করছে।
এদিকে র্যাবও এই হত্যাকাণ্ডের তদন্তে মাঠে নেমেছে। মঙ্গলবার বিকেলে নিনাদের পরিবারের সদস্যদের র্যাব-৩ এর কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল।
র্যাব-৩ এর অধিনায়ক ইমরানুল হাসান বলেন, ঘটনাটি তদন্তে র্যাবের একাধিক দল কাজ করছে। তাদের এই অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি হত্যায় অন্য কোনো কারণ রয়েছে কি না সেটাও র্যাব তদন্ত করে দেখছে। এই নির্মম হত্যায় যারা জড়িত তাদের গ্রেফতারে র্যাব সর্বোচ্চ চেষ্টা করবে।
- বায়ু দূষণে ‘খুবই অস্বাস্থ্যকর’ রাজধানী
- বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ সুরভী
- সামাজিক মাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ
- ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী, প্রস্তুতির ঘাটতিতে বিপর্যয়
- ওপেনএআইয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ডিজনি
- শীতে যে অসুখগুলোকে অবহেলা করবেন না
- নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা
- তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি
- গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার
- কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক
- ব্যারিস্টার জাইমার সাথে পোষা বিড়াল জেবু এসেছে
- আই হ্যাভ অ্যা প্ল্যান…
- সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
- আই হ্যাভ অ্যা প্ল্যান…
- ব্যারিস্টার জাইমার সাথে পোষা বিড়াল জেবু এসেছে
- নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা
- ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই
- শনিবার ব্যাংক খোলা থাকবে
- মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
- তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি
- পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো
- পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল
- চিনির বদলে যেসব প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন
- খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই নারী কারাগারে
- সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
- সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত
- হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত











