শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নির্ভয়ে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নির্ভয়ে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা
করোনাভাইরাসের কারণে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এখন বন্ধ। পার্কে এখন কোনো দর্শনার্থী নেই। বর্তমানে পার্কের পরিবেশ বন্যপ্রাণীদের জন্য খুবই উপযোগী। ফলে এসব প্রাণী নির্ভয়ে পার্কের বনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। প্রাণীগুলো দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে। আবার কখনো দেখা যাচ্ছে ঘন-ঘন লেজ নাড়াচ্ছে আর ঘাস খাচ্ছে।
দলবেঁধে পোষা গরুগুলো সবুজ গাছের ছায়ায় বসে জাবর কাটছে। কয়েকটি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। বড়-ছোট গাছের ডালে বসে বন্যপ্রাণীগুলো একটি আরেকটির সাথে আনন্দ করছে।
ময়ূরগুলো মনের আনন্দে পেখম খুলে ঘুরে বেড়াচ্ছে। ময়ূরের ছানাগুলো দূর থেকে দেখলে মনে হবে মুরগির ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩ হাজার ৬৯০ একর জমির ওপর ২০১৩ সালে গড়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সাফারি পার্কটি দর্শণার্থীদের ব্যাপক সাড়া ফেলে। এ পার্কে রেকর্ডভুক্ত প্রায় ৭০ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে।
পার্কে গিয়ে দেখা গেছে, আলাদা আলাদা বেষ্টনীতে প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে উন্মুক্ত স্থানে। কখনো কৃত্রিমভাবে তৈরি করা লেকে নেমে লাফালাফি করছে। কখনো বা গাছের ছায়ায় শুয়ে ও বসে আছে। যেখানে খুশি সেখানে ছুটাছুটি করছে এসব প্রাণীগুলো।
বেশিরভাগ বন্যপ্রাণী দলবদ্ধভাবে ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই জেব্রা, জিরাফ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, উটপাখি, হাতি, ময়ূর, বন গরু, পার্কে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে। তৈরি করা লেকগুলোতে উন্মুক্ত রয়েছে কুমির, কাছিম, জলহস্তি, গন্ডার, রঙ্গিন মাছসহ বিভিন্ন বন্যপ্রাণী।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর উন্মুক্ত এসব প্রাণী দেখতে নিজেকে বন্দি করে নিতে হয় গাড়ির ভেতরে। পরে গাড়ি চলতে থাকে প্রাণীদের বিভিন্ন বেষ্টনীতে। এভাবেই গাড়ির ভেতর বন্দি থেকে উন্মুক্ত হিংস্র বাঘ, সিংহ, ভাল্লুকসহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। চিড়িয়াখানায় যেখানে পশুপাখি বন্দি থাকে খাঁচার ভেতর। আর এখানে দর্শনার্থীদের বন্দি থাকতে হয় গাড়ির ভেতর।
এছাড়া কৃত্রিমভাবেও অনেক পশুপাখি এখানে বসবাস করতে শুরু করেছে। পার্কের একটি অংশ গহীন বন-জঙ্গলে ঘেরা। সেখানেই প্রাকৃতিকভাবে বসবাস করতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীরা। মহামারি করোনাভাইরাসের কারণে এখন গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে এখন পার্ক বন্ধ। এর ফলে পার্কে এখন কোনো দর্শনার্থী নেই। বর্তমানে পার্কের পরিবেশটি বন্যপ্রাণীদের জন্য খুবই উপযোগী। ফলে এসব প্রাণী নির্ভয় পার্কের বনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। প্রাণীগুলো দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে।
তিনি বলেন, এদের মধ্যে হরিণ, জেব্রা, জিরাফ, বানর ও হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণী আছে। বেষ্টনীতে কাজ চলমান থাকায় বাঘ ও সিংহ বন্দি অবস্থায় রাখা হয়েছে। নিয়মিত এসব বন্য প্রাণীদের খাবার দেওয়া এবং যত্ন নেওয়া হচ্ছে।
- সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী
- থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা
- রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
- মোস্তাফিজকে ‘পুরো আইপিএলের জন্য’ এনওসি দিল বিসিবি
- নলছিটিতে শোকের মাতম
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭
- কিশোরী ধর্ষণের শিকার
- রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী
- গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- শুধু ইউটিউবে দেখা যাবে অস্কার
- শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
- আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের
- ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- এমবিবিএস–বিডিএস ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
- ‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত
- মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
- ‘শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না’
- ছাপানো শেষ হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- খুনের ৭ মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
- বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

