সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার
সিটি ব্যাংকের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি সিটি ব্যাংকের ২২১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সদ্য সমাপ্ত সপ্তাহে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পাঁচ দশমিক ২৯ শতাংশ।
লেনদেনের শীর্ষে উঠা কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়েছে দুই টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩১৯ কোটি ৪৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সিটি ব্যাংকের শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ২৫ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের ২৪ জুলাই কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারপ্রতি দর বেড়েছে দুই টাকা ১০ পয়সা বা পাঁচ দশমিক ২৯ শতাংশ।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে তিন হাজার ৯২৪ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৩৮০ টাকা, যা আগের সপ্তাহের ২৪ জুলাই ছিল তিন হাজার ৬০৫ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৩৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ৩১৯ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৩৪৫ টাকা। গেল সপ্তাহে ৪১৩টি কোম্পানির চার হাজার ১৯৪ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে সপ্তাহটিতে সিটি ব্যাংকের ২২১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ২৯ শতাংশ।
গত বৃহস্পতিবার কোম্পানিটির পিই রেশিও দাঁড়ায় পাঁচ দশমিক ৭৮ পয়েন্টে। পিই রেশিও অনুসারে কোম্পানিতে বিনিয়োগ নিরাপদে রয়েছে। পুঁজিবাজারের কোনো কোম্পানির পিই রেশিও যদি সিঙ্গেল ডিজিটে থাকে, তাহলে সেখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ধরে নেওয়া হয়। এছাড়া পিই রেশিও ডিজিট যদি ১৫ পয়েন্ট পর্যন্ত অবস্থান করে, তবে সেখানেও বিনিয়োগ নিরাপদ বলে ধরা হয়ে থাকে। তবে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসাবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। সেই হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে জানায় বিএসইসি। অর্থাৎ পিই রেশিও ৪০ এর ওপরে গেলে বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। পিই রেশিও যত বাড়বে ঝুঁকির মাত্রা তত বাড়তে থাকবে।
কোম্পানি সূত্রে জানা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৫৫ পয়সা। আগের বছরের (২০২৪) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ১৬ পয়সা। চলতি বছরের দুই প্রান্তিক (জানুয়ারি-জুন) ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ২৩ পয়সা। আগের বছরের (২০২৪) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৮৫ পয়সা। কোম্পানিটির দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা চার পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল দুই টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা।
এর আগে ২০২৪ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) জন্য বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ জুন। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২২ মে। ওই বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল সাত টাকা ৫৩ পয়সা। সমাপ্ত বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছিল ৬৬ টাকা ৪৪ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৩৪ টাকা ৩৯ পয়সা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি। রিজার্ভে রয়েছে দুই হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছয় দশমিক ৫৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা







