ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৭:০৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

সৌদিফেরত নারীরা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:০৯ পিএম, ২ জুন ২০১৮ শনিবার

স্বপ্ন পূরণের আশায় অাপনজনদের ফেলে তারা গিয়েছিলেন সৌদি আরবে। আশায় বুক বেঁধেছিলেন পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাবেন। দূর করবেন অর্থকষ্ট-দরিদ্রতা। দালালদের মিষ্টি কথায় মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের আশায় পাড়ি জমিয়েছিলেন দূর দেশে। তাদের সেই আশাপূরণ হয়নি, ভয়াবহ তিক্ত অভিজ্ঞতা নিয়ে কোনো রকমে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের এই মেয়েরা।


অাজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে সৌদিফেরত নারীরা সাংবাদিকদের কাছে বলেছেন তাদের দুঃসহ যন্ত্রণার কথা। সৌদিফেরত শতাধিক নারীকে নিয়ে কয়েকটি এনজিও ‘সৌদি আরবে নারী গৃহকর্মীর ওপর নির্যাতনের প্রতিবাদে’ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন (বিসিএসএম) এর পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। তাতে লেখা আছে, ভাগ্য বদলাতে নারীরা বিদেশে যাচ্ছেন একটু সুখের আশায়। সেখানে তাদের কপালে জুটছে ভয়াবহ শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন। সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে দেশে ফেরা এই নারীদের সংখ্যা বাড়ছেই। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নির্যাতিত হয়ে প্রায় হাজার খানেক নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। দেশে ফেরার অপেক্ষায় সেখানে সেফ হাউজ ও বিভিন্ন জেলে আছেন আরও অনেকে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে ফিরে আসা নারী কর্মীরা তাদের ওপর নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিচ্ছেন। তাতে অধিক সময় ধরে কাজ করানো, সময় মতো ঘুমাতে না দেওয়া, ঠিক মতো খাবার না দেওয়া, মাস শেষে নির্ধারিত বেতন না দেওয়া, গৃহকর্তা এবং বাড়ির অন্যদের দ্বারা ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনসহ যৌন নির্যাতনের ফলে গর্ভবতী হয়ে দেশে ফেরত আসার মতো ঘটনাও ঘটছে। ফেরত আসা নারীরা জানিয়েছেন, প্রতিবাদ করলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মতো ঘটনা ঘটে। গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাথায় গরম পানি ঢেলে দেওয়া হয়। চুল টেনে তুলে ফেলা হয়। গরম আয়রন মেশিন দিয়ে শরীরে ছ্যাকা দেওয়া হয়।

এসব ঘটনার প্রতিকারের জন্য সংবাদ সম্মেলনে কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলো হলো- সৌদি আরবসহ বিদেশে কাজ করতে যাওয়া প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারকে ফেরত আসা গৃহশ্রমিকের ক্ষতিপূরণ, স্বাস্থ্যসেবা ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে হবে। গৃহকর্তা বা গন্তব্য দেশের এজেন্সি কর্তৃক নারী শ্রমিক ও তার শিশুর সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। দোষী গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য দূতাবাসের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। প্রাক বহির্গমন প্রশিক্ষণ আরও যুগোপযুগী করতে হবে।


সংবাদ সম্মেলনে সৌদিফেরত শারমিন, মৌসুমী, কুলসুম, লতারা তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। তারা বলেন, সকাল ৬টা থেকে রাত ১টা দেড়টা পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু ঠিক মতো খাবার পাওয়া যায় না। এক হাজার রিয়াল বেতন দেওয়ার কথা থাকলেও কোনো বেতন দেওয়া হয় না। মালিকের কাছে টাকা চাইলেই মারধর করে। দেশে ফিরে আসার কথা বললে টাকা চায়। বলে তোদের টাকা দিয়ে কিনে এনেছি। টাকা ফেরত দে, নইলে দেশে যেতে পারবি না।

বাংলাদেশের দালালদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, তোমরা ওখানে যাওয়ার পরে আমাদের আর দায়-দায়িত্ব নাই। মালিকদের ম্যানেজ করে চলতে হবে।

সৌদিতে রয়ে যাওয়া বাংলাদেশি নারীদের ফেরত আনার আহ্বান জানিয়ে নির্যাতিতরা এসব নারী বলেন, এখনো সেখানে অনেক নারী সমস্যায় আছে, তাদের ফেরত আনার ব্যবস্থা করেন। সেখানে নারীদের ওপর কি ধরনের নির্যাতন হয় তা শুধু যে গেছে সেই বলতে পারবে। যারা না গেছে তারা বুঝবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্স ইউনিট (রামরুর) প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, ব্র্যাকের শরীফুল হাসান, ওকাবের ওমর ফারুক চৌধুরী, সৈয়দ সাইফুল হক প্রমুখ।