ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১২:৪৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

সড়কের পাশে সবজি চাষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাট-হিলি সড়কের উভয় পাশে বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। রাস্তার পাশে বসবাস করা ভূমিহীন ও গরিব লোকজন সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবারে সবজি চাহিদাও মেটাচ্ছেন।
চাষ করা সবজির মধ্যে রয়েছে— কলা, সজনা, তিল, লাউ, সিম ও মাশকালাইসহ বিভিন্ন ফলদ গাছ।

বাড়িতে লালন-পালন করা গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য অনেকে আবার গোখাদ্য হিসাবে বিদেশি জাতের ঘাস চাষ করছেন।
অনেকেই বাজারে এসব গোখাদ্য ও সবজি বিক্রয় করেন বাড়তি লাভের আশায়।
উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন সাইফুল ইসলাম সড়কের দুপাশে প্রায় ৩০০ মিটার জমিতে বিদেশি ঘাস চাষ করেছেন।

আশরাফ হোসেন বাগজানার চম্পাতলী এলাকায় বাঁশ ও সুতা দিয়ে নেট বানিয়ে সিম ও কদু চাষ করছেন। কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনেকখানি এলাকাজুড়ে মাশকালাই চাষ করেন এলাকার রিয়াজ উদ্দিন।
 
শিমুলতলীর আব্দুল হাকিম সড়কের উভয় পাশে বিদেশি ঘাস চাষ করেন। নিজের গরু-ছাগলকে খাওয়ান এবং বাজারে বিক্রয়ও করেন।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাস্তার নিরাপদ দূরত্বে বন বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও গাছ লাগায় কিন্ত প্রাপ্তবয়সে ওইসব গাছ কাটতে অনুমতির প্রয়োজন হয়।

গাছ ও সবজি চাষ করলে এসবের শিকড়ের কল্যাণে বর্ষার পানিতে রাস্তার ধারের মাটি ক্ষয় কম হয়।  এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো জায়গা যেন পতিত না থাকে।