৮ মাসে সড়কে ঝরেছে ৩৩১৭ প্রাণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

প্রতীকী ছবি
এ বছর প্রথম আট মাসেই অর্থাৎ গত আগস্ট পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়কের দাবিতে কাজ করা সংগঠনগুলোর জোট রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আচরণগত কারণে পাঁচটি মূল ঝুঁকি আছে। অতিরিক্ত গতি, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি।
লিখিত বক্তব্যে বলা হয়, পথচারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের সড়ক। প্রায় প্রতিদিনই তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিআরটিএ বলছে, এ বছরের প্রথম ৮ মাসে ৩ হাজার ৫৬২টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩১৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন, ৫ হাজার ১৭২ জন। তবে দেশে সড়ক দুর্ঘটনার হিসাব বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয় না।
এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের হিসাবে গত বছর ৫ হাজার ৮৯টি দুর্ঘটনায় ৫ হাজার ৬৩৬ জন মারা গেছেন। আর নিরাপদ সড়ক চাই-এর হিসাবে, একই সময়ে ৭ হাজার ২৪টি দুর্ঘটনায় ৮ হাজার ১০৪ জন মারা গেছেন। অবকাঠামোগত উন্নয়নের পরও কোনোভাবেই সড়ক দুর্ঘটনার হার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়কে পরিবহনের জন্য আইন এবং সড়ক পরিবহনব্যবস্থা–সংক্রান্ত বিধিমালা। তাই নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে (সেইফ সিস্টেম অ্যাপ্রোচ) নতুন আইন করা জরুরি।
দীর্ঘ সময় ধরে আন্দোলন করলেও কেন দাবি পূরণ হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, দাবি দিন দিন জোরদার হচ্ছে। এটা গণমানুষের দাবি। সড়কে সুন্দর ব্যবস্থাপনা করে সবার জন্য নিরাপদ করতেই নতুন আইনের দাবি। আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নিরাপদ সড়কের বিষয়টি যুক্ত করতে দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, সিআইপিআরবির পরিচালক সেলিম মাহমুদ চৌধুরী, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ, রোডোড সেফটি কোয়ালিশনের মহাসচিব লিটন এরশাদ প্রমুখ।
- শিক্ষকদের ‘এআই’ বিষয়ে প্রশিক্ষণ দেবে মাউশি
- ফেসিয়াল ছাড়াই দুই সপ্তাহে বাড়বে ত্বকের উজ্জলতা
- আড়ংয়ে চাকরির সুযোগ
- ২৫০ নারীর কর্মসংস্থান করেছেন সাবিনা ইয়াসমিন
- আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর
- ইউনেসকোর স্বীকৃতি পেল ‘রিকশা ও রিকশাচিত্র’
- আগামী এক মাস গরুর মাংসের কেজি ৬৫০
- রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত
- সব বিভাগেই বৃষ্টি হতে পারে, বন্দরে ৩ নম্বর সংকেত
- আজ হবিগঞ্জ হানাদারমুক্ত দিবস
- ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
- প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
- বিশ্বের ৪৬তম প্রভাবশালী নারী শেখ হাসিনা : ফোর্বস
- ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল ঢাবির
- শহুরে পাখি বাংলা কাঠঠোকরা: আইরীন নিয়াজী মান্না
- সুস্বাদু পালং পোলাও কীভাবে বানাবেন?
- গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী
- গুলাব কৌর! এক বীর নারী যোদ্ধার গল্প
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- কুমিল্লার গাছিরা খেজুর গাছ প্রস্তুত করছে
- ভারতীয় নারী: সেকাল থেকে একাল
- তারাশঙ্করের হাঁসুলী বাঁক ৭৭ বছরে দাঁড়িয়ে
- হুরহুরে ফুলে ফুরফুরে মন
- গ্রামীণ নারী কৃষকের ক্ষমতায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
- মনের জোরে বাঁচি: তসলিমা নাসরিন
- জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় চার নেতাকে
- কাল বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আজ দেশভ্রমণে সেঞ্চুরি করলেন এই দম্পতি
- আল আকসা যেভাবে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠল