দেনমোহর মামলায় নারীদের ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
প্রতীকী ছবি
দেনমোহর ও সন্তানের ভরণপোষণের মামলায় বছরের পর বছর ঘুরতে হয় ভুক্তভোগী নারীদের। সময় যায় কিন্তু নিষ্পত্তি হয়না মামলার। নতুন পারিবারিক আইনে ই-মেইলে সমন জারি, ডিজিটাল সাক্ষ্যগ্রহণ, কোর্ট ফি বাড়ানোসহ বেশ কয়েকটি সংশোধনী আনা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, ডিভোর্সের আগে দেনমোহর পরিশোধ ও মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে স্পষ্টতার প্রয়োজন ছিল আইনে।
২০২০ সালে দেনমোহর ও সন্তানের ভরণপোষণের জন্য ঢাকার ১৩ নম্বর পারিবারিক আদালতে মামলা করেন তানিয়া। মামলার প্রথম দিকে বিবাদী হাজির হয়নি। পরে যখন আদালতে হাজিরা দেন তখন সময় আবেদন করে মামলা পেছাতে লাগলেন তিনি। বর্তমানে মামলা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এই ৩ বছর ধরে দেনমোহর ও ভরণপোষণ বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বিপাকে বাদি তানিয়া।
তানিয়ার মত অনেকে পারিবারিক আদালতে পারিবারিক পাঁচটি সমস্যা নিয়ে মামলা করতে যান। বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, খোরপোশ ও শিশুসন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান। এই আদালতের উদ্দেশ্য হলো অল্প খরচে ও কমসময়ে নারীদের অধিকার দ্রুত নিষ্পত্তি করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, “৮০ শতাংশ বিচারপ্রার্থী হচ্ছেন নারীরা। আইন যদি স্ট্রিকট না হয় তাহলে তাদের পুরোপুরি রিলিফ দেওয়া সম্ভব নয়। এখানে কোনো ধরনের টাইম লিমিট নাই, যদি উচ্চ আদালতের সিদ্ধান্তে মাধ্যমে ৬ মাস হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ৬ মাসে মামলা শেষ হয়না।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় সম্প্রতি ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স ১৯৮৫ বাতিল করে বাংলায় নতুন বিল আনা হয়। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো জেলাতে আপিলের জন্য অতিরিক্ত মামলা থাকলে জেলা জজ পর্যায়ের অন্য যে জজরা আছেন, তাদেরও আপিল আদালত হিসেবে বিবেচনা করা যাবে। আর্জি দাখিলের ক্ষেত্রেও সংশোধনী এসেছে নতুন বিলে।
সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, “সমন জারির ক্ষেত্রে বাদি ইচ্ছা করলে ই-মেইল নম্বর দিয়ে সমন জারি করতে পারবেন। ই-মেইলটা কতোটা কার্যকরী আমার কাছে মনে হচ্ছেনা, কারণ বাংলাদেশের প্রান্তিক মানুষ এখনও ই-মেইল আইডি খুলতে পারেনা।”
আইনজ্ঞরা বলছেন, পারিবারিক আইনে বেশ কিছু জায়গায় স্পষ্টতা প্রয়োজন।
আইনজীবী ইশরাত হাসান বলেন, “যে কোনো কোর্টের চেয়ে সবচেয়ে বাজে পরিবেশ হচ্ছে ফ্যামিলি কোর্টগুলোতে। প্রতিটা ডিফোর্সের আগেই যদি দেনমোহর ও ৩ মাসের খরপোষের বিষয়ে আইন থাকতো তাহলে ডিফোর্স দেয়ার ক্লিয়ারেন্স পেতো না। এতে মামলাও কমতো।”
অধিকার আদায়ের সর্বশেষ অবলম্বন হিসেবে ভুক্তভোগী আশ্রয় নেন পারিবারিক আদালতে। কিন্তু দীর্ঘসূত্রতা, মামলা চালানোর অর্থাভাব, অন্যপক্ষ থেকে মানসিক চাপ সেই ভুক্তভোগীকে নিতে হয়। সুবিচার পাওয়ার প্রক্রিয়ার দ্রুত সনাতন পদ্ধতিগুলোর আধুনিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

