ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:২৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

অ্যানথ্রপিকের নতুন এআই মডেল ক্লাউড সনেট ৪.৫ চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আবারও আলোচনায় এলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের সর্বশেষ এআই মডেল ক্লাউড সনেট ৪.৫। যেটিকে তারা বিশ্বের সেরা কোডিং মডেল বলে দাবি করেছে।

অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলটি কোডিং, কম্পিউটার ব্যবহার এবং ব্যবসায়িক প্রয়োজনে আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি দক্ষ। বিশেষ করে সাইবার নিরাপত্তা, ফাইন্যান্স ও গবেষণার মতো খাতে এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

কোম্পানির দাবি, ক্লাউড সনেট ৪.৫ এখন আর শুধু প্রোটোটাইপ নয়। বরং সম্পূর্ণ প্রোডাকশন-রেডি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। SWE-Bench Verified সহ একাধিক আন্তর্জাতিক কোডিং পরীক্ষায় এই মডেল শীর্ষ পারফরম্যান্স দেখিয়েছে।

অ্যানথ্রপিকের দেওয়া তথ্যে জানা গেছে, ক্লাউড সনেট ৪.৫ টানা ৩০ ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। তুলনামূলকভাবে এর আগের সংস্করণ অপাস ফোর কেবল ৭ ঘণ্টা চালাতে পারত।

এ ছাড়া এই মডেল ব্যবহারকারীর নির্দেশনা আরও ভালোভাবে বুঝতে ও মানতে পারে। কোড জেনারেশনের মান আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে।

নতুন মডেলে ঝুঁকিপূর্ণ আচরণ যেমন-বিভ্রান্তি তৈরি, ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। একইসঙ্গে প্রম্পট ইনজেকশন আক্রমণ ঠেকাতেও বড় অগ্রগতি এসেছে।

ক্লাউড সনেট ৪.৫ পাওয়া যাবে Claude API এবং Claude chatbot –এর মাধ্যমে। ডেভেলপারদের জন্য মূল্য ধরা হয়েছে,  প্রতি মিলিয়ন ইনপুট টোকেন ৩ ডলার এবং আউটপুট টোকেন ১৫ ডলার।

প্রসঙ্গত, অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন প্রাক্তন ওপেন এআই গবেষকরা ২০২১ সালে। বর্তমানে অ্যামাজন-সমর্থিত এই স্টার্টআপটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৮৩ বিলিয়ন ডলার।