ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৬:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

আমি আমার মত হতে চাই : আহমেদ মুশফিকা নাজনীন

আহমেদ মুশফিকা নাজনীন | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪২ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

 

কেন এ পেশায় এলেন : সেই শিশুকাল থেকেই স্বপ্ন দেখতাম। সৎ-স্বাধীন পেশা, তাই সাংবাদিকতায় আসা।


পেশা বদলের কোনো ইচ্ছে আছে : একদম না।


কি ভাবে এ পেশায় এলেন : সাংবাদিক হওয়ার ইচ্ছে থেকেই এ পেশায় আসা।


প্রিয় মানুষ : বাবা।


প্রিয় বন্ধু : পিকু।


প্রিয় লেখক : শীর্ষেন্দু মুখোপাধ্যায়।


প্রিয় সখ : কবিতা পড়তে পছন্দ করি।


প্রিয় খাবার: চটপটি।


প্রিয় উক্তি: ‘আগুন দিয়ে কখনো কারো মুখোস হয় না’।


প্রিয় গান: ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।


প্রিয় গায়ক/গায়কা: প্রতুল মুখোপাধ্যায়।


প্রিয় খেলা: দাবা


প্রিয় খেলোয়াড়: মাশরাফি।


আপনি যার কাছে কৃতজ্ঞ: বাবা-মার কাছে।


খুব ভালো লাগে যা করতে: পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা দিতে।


আপনার আদর্শ মানুষ: আমার বাবা।


কার মত হতে চান: আমি আমার মত হতে চাই।


অবসর কাটে কি ভাবে: বই পড়ে আর ঘুমিয়ে।


সুখের স্মৃতি: যে দিন প্রথম লেখা ছাপা হলো।


যা ভুলতে পারেন না: বাবার মৃত্যু।


অবসর জীবনে কি করবেন: ঘুরে বেড়াবো।


ভবিষ্যৎ পরিকল্পনা: নিজের বই প্রকাশ করা। তাছাড়া সারা বিশ্ব ঘুরে রেড়াতে চাই। 

 

৥ আহমেদ মুশফিকা নাজনীন : সিনিয়র নিউজ রুম এডিটর, একুশে টেলিভিশন