ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৯:৫৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

ঈদে আমার নাটকগুলো দর্শকদের ভালো লাগবে: তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রিয় মুখ তানজিন তিশা। ঈদ মানেই তানজিন তিশার নাটক। তারই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদে ১৪টি নাটক নিয়ে আসছেন এই অভিনেত্রী।

তিশার অভিনীত নাটকগুলো হলো- তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ , তুহিন হোসেনের ‘অবসর’; দুটি নাটকই নারী গল্প ভিত্তিক। এছাড়াও মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যালো শুনছেন’ (আফরান নিশো), জাকারিয়া সৌখিনের ‘এক মুঠো প্রেম’ (আফরান নিশো), ভিকি জাহেদের ‘কায়কোবাদ’ (আফরান নিশো),

ইমরাউল রাফাতের ‘পাপ্পু ওয়েডস পিংকি’ (জোভান), সাগর জাহানের ‘ব্যাঙের ছাতা’ (জোভান), নাজমুল রনির ‘ক্রাইম পার্টনার’ (জোভান), রাফাত মজুমদার রিংকুর ‘ ব্যাংকার গার্লফ্রেন্ড’ (জোভান), ওসমান মিরাজের ‘এক্স যখন কলিগ’ (জোভান), সাগর জাহানের ‘যে কোনো প্রয়োজনে কল করুন’ (মোশাররফ করিম), গৌতম কৈরীর ‘সব চরিত্র বাস্তব’ (তাহসান), মাহমুদুর রহমান হিমির ‘ওভার এক্সপেক্টেশন’ (তাহসান) ও আলোক হাসানের ‘লাভ অর ওয়ার’ (ইরফান সাজ্জাদ)।

এবার ঈদের কাজগুলো প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি রোজার ঈদের অনেক পরে কাজ শুরু করেছি। তারপরও যে কয়েকটা কাজ করেছি সেগুলো খুবই সুন্দর গল্পের। প্রত্যেকটা কাজই চমৎকার। এবার ঈদের কাজগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।


-জেডসি