ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২০:০৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

বৃদ্ধাশ্রম গড়তে চাই : শারমীন রিনভী

শারমীন রিনভী | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৯ এএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কেন এ পেশায় এলেন: সমাজ-মানুষের সেবা করা এবং সৎ ও সত্যের সাথে থাকতে সাংবাদিকতায় আসা।


পেশা বদলের কোনো ইচ্ছে আছে: এর চেয়ে ভালো কিছু পেলে প্রতিষ্ঠান বদল করা যেতেই পারে। পেশা নয়।


কি ভাবে এ পেশায় এলেন: পড়ালেখা করেছি গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিষয়ে। সে সময় থেকেই ফ্রিল্যান্স কাজ করতে করতে এ পেশায় জড়িয়ে যাওয়া।


প্রিয় মানুষ: বাবা-মা।


প্রিয় বন্ধু: সব বন্ধুরাই প্রিয়।


প্রিয় লেখক: হুমায়ূন আহমেদ।


প্রিয় সখ: গান গাওয়া, গান শোনা এবং গল্পের বই পড়া।


প্রিয় খাবার: ভাত, গরুর মাংস, আলু ভর্তা ও ডিম ভাজি।


প্রিয় উক্তি: ’ভালো থাকতে চাইতে হয়, ভালো থাকা যায় না’।


প্রিয় গান: ’আমার গায়ে যত দূ:খ সয় বন্ধুয়ারে করো তোমার মনে যাহা হয়’।


প্রিয় গায়ক/গায়কা: মান্না দে, হৈমন্তী শুক্লা, কুমার বিশ্বজিৎ, সামনিা চৌধুরী, বারী সিদ্দিকী।


প্রিয় খেলা: ফুটবল, ক্রিকেট।


প্রিয় খেলোয়াড়: সাকিব আল হাসান, মাশরাফি বিন মতুর্যা।


আপনি যার কাছে কৃতজ্ঞ: আল্লাহর কাছে, বাবা-মা এবং আমার সাংবাদিকতার গুরু সাইফুল আমিনের (প্রথম চিফ রিপোর্টার) কাছে আমি কৃতজ্ঞ।


খুব ভালো লাগে যা করতে: দেশ-বিদেশ ঘুরে বেড়াতে।


আপনার আদর্শ মানুষ: হযরত মুহাম্মদ (সা:)।


কার মত হতে চান: আমার মতই হতে চাই আমি।


অবসর কাটে কি ভাবে: গান শুনে, সিনেমা দেখে।


সুখের স্মৃতি: মা হওয়ার স্মৃতি।


যা ভুলতে পারেন না: মা-বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দূ:খ।


অবসর জীবনে কি করবেন: লেখালেখি ও সমাজ সেবা করবো।


ভবিষ্যৎ পরিকল্পনা: একটি বৃদ্ধাশ্রম গড়তে চাই। 

 

৥ শারমীন রিনভী : সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন