ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৫:১৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

এবার নতুন চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৮ মে ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এবার নতুন চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ! হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি অভিনব বৈশিষ্ট্য আনতে চলেছেন। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য যদি কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান, তবে সেই গ্রুপের মধ্যে কোনও রকম বার্তা আসবে না। 

গ্রুপে উপস্থিত বাকি সদস্যরাও জানতে পারবেন না, কে গ্রুপ ছেড়ে বেরিয়েছেন। শুধু মাত্র সেই গ্রুপের অ্যাডমিন এই বিষয়ে অবগত হবেন।

হোয়াটসঅ্যাপে অনেকেই একাধিক গ্রুপের সদস্য। কখনও কখনও অনিচ্ছা সত্ত্বেও থাকতে বাধ্য হন অনেকে। গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে তার নোটফিকেশন সকলেই দেখতে পান। শুধু পরিবারের সদস্যরাই নয়, কর্মক্ষেত্র বা বন্ধুমহলেও এই রকম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখান থেকে বেরিয়ে গেলে বাকি সদস্যদের চোখে পড়ে। 
 
এর ফলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং নির্দিষ্ট মহলে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করেই সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই বদল আনেন। আপাতত ‘হোয়াটসঅ্যাপ ডেস্কটপ’-এ বিটা সংস্করণে এই বদল লক্ষ করা যাবে।

হোয়াটসঅ্যাপ বিটা ট্র্যাকারের ডব্লিউএবিটাইনফো থেকে একটি স্ক্রিনশট প্রকাশ্যে আসে। এখানে দেখা যায়, গ্রুপ থেকে বেরনোর সময় একটি ‘নোটিফিকেশন’ দেখা যাবে, যেখানে লেখা রয়েছে, যে সদস্য গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান। তবে ওই ‘নোটিফিকেশন’ শুধু মাত্র তিনি এবং ওই গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কোনও সদস্য দেখতে পাবেন না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের সবক’টি সংস্করণ মেসেজের প্রতিক্রিয়ায় ‘ইমোজি রিঅ্যাকশন’ দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা কর্তৃপক্ষ। নির্দিষ্ট মেসেজকে বেশ কিছুক্ষণ ছুঁয়ে থাকলেই পর্দায় ভেসে উঠবে ইমোজির বিকল্প। জুড়ে দেওয়া যাবে হাসি, দুঃখ, ভালবাসা ও বিস্ময়ের মতো অনুভূতি সূচক হরেক রকমের ইমোজি। জনতার চাহিদার সঙ্গে তাল মেলাতেই এই বদলগুলি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এনেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।