ওষুধ ও কর্মী সংকটে ভারতে ১২শিশুসহ ২৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের একটি সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২জন নবজাতকসহ ২৪ রোগী মারা গেছেন। মহারাষ্ট্রের নান্দেদের শঙ্কররাও চৌহান সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এজন্য ওষুধ এবং হাসপাতালের কর্মী ঘাটতিকে দায়ী করেছেন ওই হাসপাতালের ডিন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন এ তথ্য জানা গেছে। হাসপাতালের ডিন বলছেন, ওষুধ ও হাসপাতালের কর্মীদের অভাবই এ মৃত্যুগুলোর জন্য দায়ী। গত ২৪ ঘণ্টায় ছয়টি ছেলে শিশু ও ছয়টি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। এদের মধ্যে সাপে কাটা রোগীও ছিলেন।
অনেক কর্মীকে অন্য হাসপাতালে বদলি করায় শঙ্কররাও চৌহান হাসপাতাল কর্মী সংকটে ভুগছে বলেও জানান তিনি। ডিন বলেন, হাফকাইন নামের একটি প্রতিষ্ঠান থেকে আমাদের ওষুধ কেনার কথা ছিল। কিন্তু সেটাও সম্ভব হয়নি। আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করেছি।
তবে ডিনের দাবি করা ওষুধ সংকটের বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ পাওয়া যায়। হাসপাতালের তহবিলে ১২ কোটি রুপি রয়েছে। চলতি অর্থ বছরের জন্য আরও ৪ কোটি রুপির অনুমোদন দিয়েছে সরকার। প্রয়োজন অনুযায়ী রোগীদের সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মারা যাওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজন হৃদরোগে, একজন বিষক্রিয়ায়, একজন গ্যাস্ট্রিক রোগে, দুইজন কিডনির রোগে, একজন প্রসূতিজনিত জটিলতায় এবং তিনজন দুর্ঘটনাজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এতগুলো মানুষের মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হাসপাতালে কী ঘটেছে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মহারাষ্ট্রের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক ডা. দিলীপ মহিসকার।
বার্তা সংস্থা পিটিআইকে ডা. দিলীপ মহিসকার বলেন, তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে আগামীকাল বুধবার দুপুর ১টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে যাচ্ছি।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক চৌহান হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানে সংবাদিকদের বলেন, এখনও ৭০ জন রোগী গুরুতর অসুস্থ। এখানে সুচিকৎসা ও কর্মীর অভাব রয়েছে। অনেক নার্সকে বদলি করা হয়েছে। অনেক যন্ত্রপাতি কাজ করছে না। হাসপাতালের ধারণক্ষমতা ৫০০, কিন্তু রোগী ভর্তি রয়েছে অন্তত ১২০০ জন। সরকারের উচিত এ বিষয়গুলো খতিয়ে দেখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।
এর আগে গত আগস্টে ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে এক দিনে ১৮ রোগীর মৃত্যূ হয়েছিল। তখনও বেশ সমালোচনার মুখে পড়েছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা











