ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ০:৪৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

করোনায় একদিনের ব্যবধানে ব্রাজিলে মৃত্যু দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আগের দিন প্রাণহানি কিছুটা কমলেও আজ তা দ্বিগুণে রূপ নিয়েছে। একই সাথে টিকা প্রয়োগ চললেও এখনো লাগাম ছাড়া করোনা। গত একদিনেও অর্ধলক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে সুস্থতার হার। আশা দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ২৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে। আগের দিন যেখানে ৮১৮ জনের প্রাণহানি ঘটেছিল, নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে ১ হাজার ৭২৬ জন।  ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৯৫ লাখ ২৭ হাজার ১৭৩ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৭০ হাজার ৭৩ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ২২ লাখ ৫৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৯৭২ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ২১ লাখ ১৯ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫২ হাজার ১৯২ জন মানুষের।

পেরুতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৩ হাজারের কাছাকাছি। যেখানে মৃতের সংখ্যা ৪৬ হাজার ৬৮৫ জনে ঠেকেছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এছাড়া চিলিতে সংক্রমিত ৮ লাখ ৩২ হাজার। এখন পর্যন্ত ২০ হাজার ৬৮৪ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি