ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৭:১০:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় স্টকটন শহরে এক পারিবারিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, এএফপি ও আল জাজিরিার

স্টকটনের উপমেয়র জেসন লি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। ঠিক কী ঘটেছে, তা বুঝতে আমি কর্মী ও জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

পুলিশ বলছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগে তাদের কাছে স্টকটনের লুসিল অ্যাভিনিউর ১৯০০ ব্লকের কাছে গুলি চালানোর খবর আসে। অত্যন্ত সক্রিয়ভাবে তদন্ত চলছে এবং এখনো যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তদন্তকারীরা সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখছেন।

স্যান জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত আমরা ১৪ জন মানুষ গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পেরেছি। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হতে পেরেছি।’

তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত বন্দুকধারীকে নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি।