ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৯:১৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু, আহত ৭ বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু

খবর প্রকাশের আগে সচেতন থাকা প্রয়োজন: স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার

এটিএন নিউজের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এটিএন নিউজের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যে কোনো খবর প্রকাশের আগে সচেতন থাকার প্রয়োজীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম হচ্ছে শক্তিশালী একটি মাধ্যম। জনমত গঠনে গণমাধ্যম ভূমিকা রাখে। তাই খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রয়োজন।’

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারস্থ হাসান প্লাজায় স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন নিউজ’ এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে এটিএন নিউজের ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি এ সময় ফুল দিয়ে এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান। মাহফুজুর রহমান এটিএন নিউজের পক্ষ থেকে স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।

এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মোতাহার হাসান, এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ কিরন, বার্তা বিভাগের প্রধান প্রভাষ আমিন, অ্যাডভাইজর (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন) তাসিক আহমেদ, নাসের আহমেদ (পরিচালক), নওয়াজেশ আলী খান (উপদেষ্টা) এবং প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।