ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৮:০৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

চট্টগ্রাম বন্দর ঘিরে ফের এক মাস মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ এক মাসের জন্য বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভারসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করে ও বের হয়। এই বিপুল যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের আশপাশে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ এলাকাগুলোতে রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের মিছিল, মানববন্ধন বা সমাবেশের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বিলম্বিত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিংয়ে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি আয়োজন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিএমপি।