ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২০:১৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

চুয়াডাঙ্গায় বেপরোয়া বাস কেড়ে নিল ৬ প্রাণ

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পাঁচ দিনমজুর ও এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন।

সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুররা হলেন সদর উপজেলার বাসু ভান্ডারদহ গ্রামের নিতাই হাওলাদারের ছেলে ষষ্ঠি (৪০), তিতুদাহ গ্রামের নিয়ত আলির ছেলে রাজু (৩৮), রহিম মল্লিকের ছেলে শরিফ হোসেন (৪৫), নুতা মন্ডলের ছেলে সোহাগ (২৫) ও হায়দার আলির ছেলে কালু। তারা শ্রম বিক্রি করতে সরোজগঞ্জ বাজারে এসেছিলেন।

অন্যদিকে, খাড়াগোদা গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে গ্রাম্য চিকিৎসক মিলন আলী (৪০) সকালে হাঁটতে বের হয়েছিলেন।

দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান, সকালে সরোজগঞ্জ বাজার এলাকায় বেশ কয়েকটি স্যালোইঞ্জনচালিত যান আলমসাধু দাঁড়িয়ে ছিল। এতে বসে ছিলেন ১০-১৫ জন দিনমজুর। এ সময় চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে দুটি আলমসাধু ও একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত হন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম বলেন, ‘সকাল ৬টার কিছু পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় আমরা দুটি মরদেহ উদ্ধার করি। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও চারজন।’

অভিযোগ রয়েছে, বাসের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বলেন, ‘ইতোমধ্যে রয়েল পরিবহনের চালক ও বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় তদন্তপূর্বক বাসের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়েছে। আর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত ও নিহতের দেখতে যান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।