ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২৩:০১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

চীনা পতাকা

চীনা পতাকা

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জাতীয় জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকান মনে করেন—চীন ক্ষমতা ও বৈশ্বিক প্রভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে, যদি তা ইতিমধ্যেই না হয়ে থাকে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস পরিচালিত এ জরিপে অংশ নেন ১ হাজার ৫০০ জন প্রাপ্তবয়স্ক। এতে ৪৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে অথবা আগামী পাঁচ বছরের মধ্যেই তা করবে। আর ২৭ শতাংশের মতে, এই পরিবর্তন ঘটতে আরও বেশি সময় লাগবে। বিপরীতে মাত্র ২৬ শতাংশের ধারণা, চীন কখনোই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে না।

প্রযুক্তিকে চীনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ উত্তরদাতা বলেন, প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করছে। এর মধ্যে ডেমোক্র্যাট উত্তরদাতার হার ৭৪ শতাংশ, স্বতন্ত্রদের মধ্যে ৬২ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫২ শতাংশ।

চীনের অর্থনৈতিক সক্ষমতাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন মার্কিন নাগরিকরা। জরিপ অনুযায়ী, ৪২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অর্থনীতির ক্ষেত্রেও চীনের একটি স্পষ্ট অগ্রাধিকার রয়েছে। যদিও অধিকাংশ উত্তরদাতা এখনো যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে শ্রেষ্ঠ শক্তি হিসেবে বিবেচনা করেন, তবু বৈশ্বিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থানকে মূল্যবান বলে মনে করেন তারা। প্রায় তিন-চতুর্থাংশ উত্তরদাতা জানিয়েছেন, এই প্রভাব তাদের কাছে ‘খুব’ অথবা ‘কিছুটা’ গুরুত্বপূর্ণ।

তবে প্রজন্মভেদে দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জরিপে অংশ নেওয়া তরুণদের ৬২ শতাংশ বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে, তাহলে তাদের জীবন এতে খারাপ হবে না। বিপরীতে মাত্র ১৪ শতাংশ তরুণ এ ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে দেখছেন।

দলীয় ও বয়সভিত্তিক বিভাজনও জরিপে স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানরা ১৮ শতাংশ বেশি উদ্বেগ প্রকাশ করেছেন যে, চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলে তাদের ব্যক্তিগত জীবন নেতিবাচকভাবে প্রভাবিত হবে।
৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৫২ শতাংশ এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন, যেখানে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এ হার মাত্র ২৭ শতাংশ।

এদিকে, ৫৯ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রকে এখনো বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখলেও, ৫৪ শতাংশ মনে করেন দেশটির বৈশ্বিক প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে।

এই জরিপের ফলাফল ২০২৫ সালে পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে দেখা যায়—চীনের প্রতি আমেরিকানদের বৈরী মনোভাব আগের তুলনায় কমছে। সামগ্রিকভাবে এসব তথ্য ইঙ্গিত দেয়, ওয়াশিংটন বিশ্বজুড়ে আধিপত্য বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হলেও সাধারণ মার্কিন জনগণ ক্রমেই স্বীকার করছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ ম্লান হয়ে আসছে এবং খুব কম মানুষই সেই আধিপত্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় খরচ বহন করতে আগ্রহী।