ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১২:৫৩:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে বিকেল ৪টা থেকে ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন চলবে।

এতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি (২৫০ টাকা) সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ জুনের মধ্যে জমা দিতে হবে।

৯ জুনের মধ্যে আবেদন ফরম পূরণ ও সংগ্রহ করতে হবে। এ ছাড়া অনলাইনে আবেদন ফরম নিশ্চায়ন করতে হবে ২৩ মে থেকে ১২ জুনের মধ্যে।

আবেদন ফি যেকোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কলেজকে লগইন করে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর ১৩ জুন থেকে ২০ জুন নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।