ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

টিকা দেয়ার কথা বলে শরীরে আগুন, দগ্ধ প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় শ্বশুরবাড়ির লোকজনের দেয়া আগুনে দগ্ধ প্রবাসীর স্ত্রী পারভীন বেগমের মৃত্যু হয়েছে। করোনার টিকা দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে তার শরীরে আগুনে ধরিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন।

দগ্ধের দুই দিন পর সোমবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে পারভিন বেগমের সঙ্গে মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়ির লোকজন পারভিন বেগমকে নানা কারণে নির্যাতন করতো। বছরখানেক আগে পারভিনের দেবর আলী হোসেন পারভিনের মেয়ের পায়ে দা দিয়ে কোপ দেন।

নাতনীর পায়ে কোপ দেয়ার ঘটনায় পারভিনের বাবা দানা মিয়া থানায় একটি মামলা করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে পারভিনের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সোবানপুরে গিয়ে উঠতে বাধ্য হন পারভীন।

গত শনিবার দুপুরে করোনার টিকা দেওয়ার কথা বলে পারভীনকে বাড়ি থেকে ডেকে আনে শ্বশুরবাড়ির লোকজন। পরে রাতে রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় একটি বাশঁঝাড়ে নিয়ে শরীরে আগুন লাগিয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পারভীনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পারভীনের ভাই আকরাম হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত পরভীনের দেবর আলী হোসেন ও ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেপ্তার করে।

রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, চিকিৎসাধীন দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে। আজ আদালতে রিমান্ড শুনানি হবে।

-জেডসি