ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:৩০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

ঢাকার বাইরের মানুষও সিনেমা দেখতে আগ্রহী: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি।

সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু ঢাকা মানেই বাংলাদেশ নয়। দেশের বিভাগীয় শহরগুলোতেও অনেক মানুষ আছেন, যারা সিনেমা দেখতে আগ্রহী। তাই আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় সৈয়দা রিজওয়ানা হাসান উৎসব কর্তৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে যৌথভাবে ভাবার অনুরোধ জানান।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই স্লোগানকে সামনে রেখে রেইনবো ফিল্ম সোসাইটিজের আয়োজনে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে থিয়েট্রিক্যাল কোম্পানি ও জলতরঙ্গ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। 

তিনি জানান, এবার প্রথমবারের মতো কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে উৎসবের চলচ্চিত্র উন্মুক্তভাবে প্রদর্শন করা হচ্ছে। আগামী বছর সেখানে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান কক্সবাজারের আয়োজনের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকজাত পণ্য বর্জনের আহ্বান জানান। 

একইসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে এই উৎসব আয়োজন করা গেলে সিনেমা সংস্কৃতি আরও বিস্তৃত হবে।

উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হয় চেন শিয়াং পরিচালিত চীনা সিনেমা ‘উ জিন ঝি লু’ (দ্য জার্নি টু নো এন্ড)। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় মোহাম্মদ আসাদানিয়া পরিচালিত ইরানি সিনেমা ‘উইদাউট মি’।

এবারের উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন মিলনায়তনে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্রসৈকতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ওপেন এয়ার স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। উৎসবের পর্দা নামবে ১৮ জানুয়ারি।